✍️By Ramiz Ali Ahmed
অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী’র নতুন শর্ট ফিল্ম ‘ব্ল্যাক রোজ‘ মুক্তি পেল স্পার্ক ফিল্মস ইউটিউব চ্যানেলে।পার্থ সারথি জোয়ারদারের পরিচালনায় ‘ব্ল্যাক রোজ‘-এ সুদীপ্তাকে সম্পূর্ণ নতুন একটা চরিত্রে দেখা যাবে।আমরা মিষ্টি সুদীপ্তাকে পজিটিভ চরিত্রে দেখে থাকি,এখানে সুদীপ্তাকে দেখা যাবে গ্রে চরিত্রে।চরিত্রটি বেশ দাম্ভিক,স্বার্থপর এমনকি ড্রিঙ্কও করে।এরকম চরিত্রে সুদীপ্তাকে আগে কখনও দেখা যায়নি।
ছবির কাহিনি আমাদের চারপাশে প্রতিনিয়ত ঘটে চলা কাহিনি।সমু আর অনু সম্পর্কের দু বছরের সেলিব্রেশন করতে যায় কলকাতা শহর থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে।সঙ্গে আসে তাদের বন্ধু তানিয়া আর চন্দন।সমু অনুকে প্রচন্ড ভালোবাসে।সমু সেরকম অর্থবান না হলেও অনুকে ভালোবাসায় ভরিয়ে দিতে চায়।তাদের সেলিব্রেশনের দিন সমু তার প্রিয় বন্ধু কুনাল, যে খুব হ্যান্ডসাম, প্রচুর অর্থবান,গানটাও খুব ভালো গায় তাকেও সমু ডেকে নেয়।এদিকে সমু অনুকে জানায় সম্পর্কের দু বছর পূর্তির ঠিক মুহূর্তে,রাত ১২ টার সময় একটা বিশেষ উপহার দেবে।কিন্তু সেই সময়েই গল্পের মোড় নেয় অন্যদিকে।কি হয় তারপর তা জানতে দেখতে হবে ‘ব্ল্যাক রোজ’।
ছবিটি প্রত্যেকে তাদের অতীত ঘটনার সঙ্গে রিলেট করতে পারবে।অনুর চরিত্রে সুদীপ্তা অসাধারণ।এরকম একটা গ্রে চরিত্র সুদীপ্তা‘র কাছে একটা চ্যালেঞ্জ ছিল।সমুর চরিত্রে নবাগত তেজ নারায়ণ বেশ প্রশংসনীয় অভিনয় করেছেন।তানিয়ার চরিত্রে অরুন্ধতী চক্রবর্তী আর চন্দনের চরিত্রের তীর্থঙ্কর চক্রবর্তী চরিত্র অনুযায়ী যথাযথ।কুণালের চরিত্রে স্বর্ন শেখর চরিত্রের সঙ্গে একাত্ম হয়ে গেছেন।হোটেল ম্যানেজারের চরিত্রে রাহুল খান যথাযথ।
কাহিনি ও চিত্রনাট্য পরিচালকেরই।পার্থ সারথি জোয়ারদার একটা স্বল্প দৈর্ঘ্যের ছবির মাধ্যমে এতো সুন্দর একটা কাহিনি তুলে ধরেছেন তা প্রশংসা করতেই হয়।
আপনাদের জন্য রইলো ‘ব্ল্যাক রোজ‘-এর লিঙ্ক