শেখ সিরাজ: ২৪ নভেম্বর রবিবার সাপ্তাহিক নতুন গতি পত্রিকার উদ্যোগে বিশ্বনবী দিবস (১৩ বর্ষ) উপলক্ষে এক মনোজ্ঞ আলোচনা সভা অনুষ্ঠিত হলো আলিয়া বিশ্ববিদ্যালয়ের পার্কসার্কাসের সেমিনার হলে। শফিউল্লাহ মল্লিকের কোরান পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ডঃ দীপা দাস।সভার সভাপতিত্ব করেন ইসলামী চিন্তাবিদ ইসহাক মাদানী।প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাহিত্যিক হাসান ইমাম।অন্যান্য বিশিষ্ট অতিথিদের মধ্যে হাজির ছিলেন অধ্যাপক ডঃ সুরঞ্জন মিদ্দে , ডঃ কুমারেশ চক্রবর্তী , ডঃ কুতুবউদ্দিন বিশ্বাস ,পত্রিকার সম্পাদক এমদাদুল হক নূর, সহসম্পাদিকা মনিরা খাতুন, নবাবিয়া মিশনের সম্পাদক সেখ সাহিদ আকবর,লেখক সোনা বন্দ্যোপাধ্যায় ,বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক আবু রাইহান,বিশিষ্ট কবি ও শিক্ষাবিদ সামজিদা খাতুন,সাহিত্যিক আবদুর রউফ,সংবাদিক মোল্লা শফিকুল ইসলাম সহ আরও অনেকে।অনুষ্ঠানে মওলানা আকরাম খাঁ স্মৃতি পুরস্কার প্রদান করা হয় মুহাম্মদ জাকারিয়াকে,(‘ইতিহাস কথা বলে ‘ গ্রন্থের জন্য) ।
সকল আমন্ত্রিত অতিথিরা নবীজীর জীবন ও আদর্শকে কেন্দ্র করে সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব ও সম্প্রীতির বার্তা তুলে ধরেন। তাঁরা সাপ্তাহিক নতুন গতি পত্রিকার সারা বছর ধরে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান,সেমিনার , মূল্যবান ঈদ সংখ্যা,রমযান সংখ্যা,মাসান্তিক সংখ্যা ছাড়াও বিভিন্ন গবেষণাধর্মী ও ধর্মীয় বই প্রকাশ করার কথা তুলে ধরেন ।পত্রিকার সম্পাদক এমদাদুল হক নূর বলেন, এ বছর নতুন গতি পত্রিকা রমযান সংখ্যা প্রকাশের ২৫ বছর অর্থাৎ রজত জয়ন্তী বর্ষ পূরণ হলো,এই গর্ব শুধু নতুন গতি পত্রিকার সম্পাদক এমদাদুল হক নূর বা নতুন গতি পরিবারের নয় ,বরং পশ্চিমবঙ্গের আপামর বাংলাভাষী মুসলমানদের কাছেও এটি অত্যন্ত গর্বের।বিশিষ্ট কবি ও প্রাবন্ধিক আবু রাইহান,রমযান সংখ্যা নতুন গতির ২৫ বছর নিয়ে বিস্তারিত আলোচনা করেন।সব শেষে নতুন গতি পত্রিকার যুগ্ম সম্পাদক কবি মনিরা খাতুন কবিতা পাঠ করেন,এছাড়াও স্বরচিত কবিতা পাঠ করেন শেখ সিরাজ, আসাদ আলী,আলমগীর রহমান ,সালেহা খাতুন প্রমুখ।সমগ্র অনুষ্ঠান সুচারুভাবে সঞ্চালন করেন বিশিষ্ট সাংবাদিক ও কবি মুজতবা আল মামুন।