✍️রথীন কর
খোলসেরা ঘুরে বেড়ায়
হলুদ সবুজ পোষাকে অনাবৃত
যেন মুক্তছন্দ প্রজাপতি
খোলসেরা ঘুরে বেড়ায়
খেলে বেড়ায় চেতনাহীন প্রান্তরে
উদাসীন নির্মল বাতাসে।
তুমি পুরনো খোলস ছেড়ে
অন্য দেহ জড়িয়ে নিলে।
আমি এক বিচ্ছিন্ন অভিবাসী
শিকড়ে জড়িয়ে থাকে মৃত সম্পর্করাশি
সঙ্গী থাকে বিস্মৃতির অন্ধকার মুখ
আমি ধুলোয় মেখে নিলাম নির্বাসিত সুখ।