Close

ধারাবাহিক সাফল্যে আল-আমীন মিশন

আনন্দ সংবাদ লাইভ :প্রতি বারের মতো এবছরও মাধ্যমিকে সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখলো আল-আমীন মিশন।মাধ্যমিক ২০২০তে মাধ্যমিকের মেধা তালিকায় প্রথম ১০ জনের মেধাতালিকায় আল-আমীন মিশনের ২ ছাত্র স্থান করে নিয়েছে।খলতপুর ক্যাম্পাস থেকে সৈয়দ মহ. তামিম পেয়েছে ৬৮৬। মেধা তালিকায় তামিম সপ্তম স্থান করে নিয়েছে।বেলপুকুর থেকে মহ.তাহিনুজ্জামান পেয়েছে ৬৮৫ নম্বর।মেধা তালিকায় মহ.তাহিনুজ্জামান ৮ম স্থান করেছে।এবছর আল -আমীন এর সমস্ত ক্যাম্পাস মিলে মোট পরীক্ষা দিয়েছিল ১৭০১জন।তার মধ্যে ছাত্র সংখ্যা ১১৫৭জন এবং ছাত্রী সংখ্যা ৫৪৪ জন।৯০% এর উপর নম্বর পেয়েছে ৪৫৮ জন,৮৫% এর উপর নম্বর পেয়েছে ৯২১ জন।৮০%-এর উপর পেয়েছে ১২০৬ জন।৭৫%-এর উপর ১৪১৭জন,৭০%-এর উপর ১৫৫২ জন,৬০%-এর উপর পেয়েছে ১৬৬৩ জন।আল-আমীন মিশনের প্রাণপুরুষ তথা প্রতিষ্ঠানের সাধারণ সম্পাদক এম.নুরুল ইসলাম,এই দুই উজ্জ্বল কৃতী ছাত্রদের পাশাপাশি পশ্চিমবঙ্গের অন্যান্য সকল কৃতী ছাত্র-ছাত্রীদের শুভেচ্ছা জানিয়েছেন।তিনি শুভেচ্ছা জানিয়েছেন মিশনের সকল শিক্ষক ও অশিক্ষক কর্মচারীবৃন্দকে।

Leave a Reply

0 Comments
scroll to top