✍️ By Ramiz Ali Ahmed
১৯ মার্চ রবিবার থেকে শুরু হতে চলেছে Enterr 10 Bangla-য় নতুন ধারাবাহিক ‘রোজা’।খুনসুটি, রাগ,অভিমান মাখা এক অবুঝ প্রেমের গল্প নিয়ে আসছে ‘রোজা’।রোজা খুব ধনী বাড়ির মেয়ে।রোজার বাবা একজন বড় ইন্ডাস্ট্রিয়ালি uiস্ট,মা নৃত্যশিল্পী।বাবা মায়ের একমাত্র মেয়ে রোজা।খুব আদুরে,ইনডিসিপ্লিন্ড।রোজার কাকা ডাক্তার,কাকিমা প্রফেসর।এহেন পরিবারের রোজা প্রেমে পড়ে সাধারন বাড়ির এক ছেলে সমুজ্জলের।
বাবা,বা,কাকা,কামিকা, বোন,দাদা,বৌদি নিয়ে সমুজ্জলের পরিবারের।এহেন বাড়ির ছেলে সমুজ্জলের সঙ্গে যখন প্রেমের সম্পর্ক তৈরি হয় রোজার মতো মেয়ের।তারপর কি হয় তা নিয়েই মেগার কাহিনি।
পিয়া দেবনাথ অর্ণব চোধুরী
‘রোজা’র কাহিনি লিখছেন লীনা গঙ্গোপাধ্যায়।চিত্রনাট্য অর্পিতার।’রোজা’র চরিত্রে অভিনয় করছেন পিয়া দেবনাথ।পিয়া-র অভিনয় জীবন শুরু ‘পটলকুমার গানওয়ালা’র পটলের বড় বেলার চরিত্র দিয়ে।এরপর তিনি অভিনয় করেছেন ‘রূপকথা’,’জয় কালি কলকাত্তাওয়ালি’ মেগায়।
পৌলমি ও অনিন্দিতা
সমুজ্জলের চরিত্রে আছেন অর্ণব চৌধুরী।অর্ণবের অভিনয় জীবন শুরু হয়েছিল ‘অগ্নিপরীক্ষা’র লিড চরিত্র দিয়ে।এরপর করেন ‘তুমি আসবে বলে’,এরপর ‘গুরুদক্ষিনা’,’বকুলকথা’র দীপ চরিত্রটা খুব জনপ্রিয়তা পায়।এরপর ‘ইরাবতীর চুপকথা’।এখন ‘রোজা’তে সমুজ্জল।
পৌলমি দাস
সমুজ্জলের বাবার চরিত্রে অভিনয় করছেন রাহুল চক্রবর্তী, মায়ের চরিত্রে আছেন রাজশ্রী ভৌমিক।
জ্যেঠু জেঠিমার চরিত্রে আছেন মিলন রায় চৌধুরী ও রেশমি সেন।ধীমান ভট্টাচার্য আছেন কাকার চরিত্রে, অনিন্দিতা দাস আছেন কাকিমার চরিত্রে।দাদার চরিত্রে অভিনয় করছেন শুভান রায়।বৌদির চরিত্রে দেখা যাবে পৌলমি দাসকে।সমুজ্জলের বোনের চরিত্রে আছেন নিশান্তিকা দাস।
মালবিকা সেন
রোজার দাদুর চরিত্রে অভিনয় করছেন চন্ডী দাস ,ঠাকুমার চরিত্রে রুনা।রোজার বাবার চরিত্রে অর্ঘ্য মুখোপাধ্যায়, মায়ের চরিত্রে অভিনয় করছেন মালবিকা সেন।কাকার চরিত্রে আকাশ দীপ, কাকিমার চরিত্রে মঞ্জুশ্রী, পিসির চরিত্রে মোনালিসা পাল।কলাকুশলীদের আশা মেগাটি দর্শকদের ভালো লাগবে।মেগাটির পরিচালনা করছেন প্রবীর গঙ্গোপাধ্যায়। প্রযোজনায় অর্ক গঙ্গোপাধ্যায়।মেগাটি ১৯ সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত ৮.৩০ এ দেখা যাবে শুধুমাত্র Enterr 10 Bangla-য়।
ছবি:স্পন্দন মল্লিক