Close

ধনিয়াখালিতে শীতবস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিনিধি: ১০ই জানুয়ারি রবিবার হুগলি জেলার ধনিয়াখালি থানার অন্তর্গত মদনমোহন তলায় ‘হিরন্যবাটি গ্রামীন শিল্প নিকেতন’ ও ‘প্রেরণা হুগলি’র উদ্দ্যোগে এক সম্প্রীতি সভা ও শীতবস্ত্র প্রদান অনুষ্ঠান হয়। সভায় সভাপতিত্ব করেন, ‘প্রেরণা’র সভাপতি বিশিষ্ট সাংবাদিক ও নাট্যব্যক্তিত্ব নৌশাদ মল্লিক।

সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবী শান্তিময় দে, হাজি কামরুল হুদা, বিদ্যুৎ সাহা, মুজিবুর রহমান প্রমুখ।সভায় প্রধান অতিথি দক্ষ প্রশাসক,পুলিশ কমিশনার,সুসাহিত্যিক ও চিত্রপরিচালক ডঃ হুমায়ুন কবির বলেন,”গরীব মানুষের সবাই প্রেরণা’র-ব্রত।গরিব মানুষের চিকিৎসা, তাদের ওষুধের ব্যবস্থা,ব্যবসায় স্বনির্ভর করে তোলা,মহিলা শিক্ষার উপর জোর দেওয়া প্রেরণা’র লক্ষ‍্য।তাঁর হাত দিয়েই এদিন শীতবস্ত্র বিতরণের সূচনা করা হয়।এরপর ৩০০ জন গরিবদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়।

ছবি:বিশ্বজিত সাহা

Leave a Reply

0 Comments
scroll to top