Close

ধনিয়াখালী লায়ন্স ক্লাবের উদ্যোগে খানপুরে দুস্থ ছাত্রছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ

শেখ সিরাজ : ১লা মার্চ রবিবার দুপুরে ধনিয়াখালী লায়ন্স ক্লাবের উদ্যোগে ও ব্যবস্থাপনায় খানপুর বিবেকানন্দ স্বাস্থ্য সেবা কেন্দ্রের প্রায় 150 জন স্থানীয় দুস্থ ছাত্র ছাত্রীদের শিক্ষা সামগ্রী বিতরণ ও মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধনিয়াখালি লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন শুভাশিষ মুখার্জি,সেক্রেটারি লায়ন বিমল কুমার দাস, জোন চেয়ারপারসন লায়ন সোমনাথ চক্রবর্তী, লায়ন নবকুমার কোলে এবং অন্যান্য লায়ন সদস্য বৃন্দ । ক্লাবের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রী দের মানবতা বোধের পাঠ দেওয়া হয় । এই সংস্থার পক্ষ থেকে লায়ন্স ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানানো হয় । ধনিয়াখালী লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট শুভাশিস মুখার্জী জানান এই সংগঠন প্রতি বছর বিভিন্ন জায়গায় দুস্থ ছাত্রছাত্রী দের শিক্ষা সামগ্রী বিতরণ ছাড়াও প্রতিবছর বিভিন্ন জায়গায় রক্তদান স্বাস্থ্যসিবির ছাড়াও বিনামূল্যে চিকিৎসা পরিষেবা দিয়ে থাকে ।

Leave a Reply

Leave a comment
scroll to top