নিজস্ব প্রতিনিধি:- বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে হুগলী জেলার ধনিয়াখালী বাসস্ট্যান্ড এ ধনিয়াখালি ব্লক যাত্রা লোকসংস্কৃতি ও বইমেলা উৎসবের উদ্বোধন হল। ২ রা জানুয়ারি অপরাহ্নে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী শান্তিময় দে। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন এই মেলা কমিটির সদস্য- সদস্যাবৃন্দ। সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি নৌশাদ মল্লিক। সম্মানীয় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাট্যকার দেবদূত গঙ্গোপাধ্যায়, অমিয়া বন্দ্যোপাধ্যায় প্রমুখ। স্বাগত ভাষণ দেন মেলা কমিটির সম্পাদক পার্থ দাস। প্রতিদিন বেলা ২ টো থেকে অনুষ্ঠিত হচ্ছে আজ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান, সংগীত, নৃত্য,আবৃত্তি, ছৌনাচ,নাটক – যাত্রা প্রভৃতি। মেলায় নাগরদোলা,মিকি মাউস,মনোহারী,জিলিপি,খাবারের স্টল রয়েছে যেমন তেমনি নানাধরনের বইয়ের সম্ভার নিয়ে উপস্থিত হয়েছেন বিভিন্ন প্রকাশনী সংস্থা। উদ্বোধনী দিবসে প্রখ্যাত নাট্যাভিনেতা নৌশদ মল্লিক ও তনুশ্রী দাসের শ্রুতিনাটক সকলের দৃষ্টি আকর্ষণ করে। এছাড়া এইদিন প্রখ্যাত সংগীত শিল্পী পিউ নন্দি,তিনকড়ি দাস,নবকুমার দত্ত,কাশীনাথ সামন্ত, জিৎ ঘোষ এবং মানিক চন্দ্র পাখিরা ও কার্তিক মাঝি সংগীত পরিবেশন দর্শক শ্রোতাদের মুগ্ধ করে। এই মেলা চলবে ১২ জানুয়ারি পর্যন্ত।
ধনিয়াখালী মেলার উদ্বোধন
