Close

ধনিয়াখালীতে দিবারাত্রি ব্যাপী আট দলীয় নক আউট ফুটবল প্রতিযোগিতা

শেখ সিরাজ : গতকাল ২০/০৩/২৫ তারিখে ধনিয়াখালি ইয়াং অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত হলো এক বিরাট আকর্ষণীয় রাত্রিব্যাপী ফুটবল প্রতিযোগিতা ধনিয়াখালি মহামায়া বিদ্যামন্দির ফুটবল ময়দানে। এই প্রতিযোগিতায় মোট আটটি ফুটবল টিম অংশগ্রহণ করে। এই আটটি টিম হল–ধনিয়াখালি ইউথ ব্রিগেড, কাজল একাদশ পূর্ব বর্ধমান, বেগমপুর সেভেন স্টার ফুটবল টিম, আশীর্বাদ এন্টারপ্রাইজ বালি, এস এস কনস্ট্রাকশন পূর্ব বর্ধমান, নিউ রবীন অটো প্রিন্ট ফুটবল টিম ব্যান্ডেল, অরিণ সেভেন স্টার ফুটবল টিম রানাঘাট, শামীম সেভেন স্টার ফুটবল টিম গুরাপ। খেলার মাঠে কাঠের গ্যালারিতে হাজার হাজার দর্শকের উপস্থিতি ছিল নজর করা। এই টুর্নামেন্টে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় ধনিয়াখালি ইউথ ব্রিগেড এবংবেগমপুর সেভেন স্টার ফুটবল টিম । প্রথম সেমিফাইনালে ৪-১ গোলে জয়লাভ করে ফাইনালে ওঠেন ধনিয়াখালি ইউথ ব্রিগেড। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হন এসএস কনস্ট্রাকশন ও কাজল একাদশ পূর্ব বর্ধমান। দ্বিতীয় সেমিফাইনালে এসএস কনস্ট্রাকশন ২-১ গোলে জয়লাভ করেন এবং ফাইনালে উঠেন। ফাইনালে এসএস কনস্ট্রাকশন এবং ধনিয়াখালি ইউথ ব্রিগেড এর মধ্যে হয়। ফাইনালে নির্ধারিত সময়ে এক এক গোল থাকায় ট্রাই বেকার হয়, টাইব্রেকারো ড্র হওয়ায় অবশেষে ধনিয়াখালি ইউথ ব্রিগেড টসে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয়। চ্যাম্পিয়ন দল পায় নগদ এক লাখ টাকা সহ বিরাট চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স টিম পান নগদ ৭০ হাজার টাকা সহ বিরাট রানার্স ট্রফি। প্লেয়ারয় অফ দা টুর্নামেন্ট পান সোনার চেন এছাড়াও ছিল বিভিন্ন আকর্ষণীয় ব্যক্তিগত এবং দলগত পুরস্কার। এই টুর্নামেন্ট কে কেন্দ্র করে ধনিয়াখালি অঞ্চলে ফুটবলপ্রেমী মানুষদের মধ্যে তুমুল উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার ঘটেছিল। খেলার পাশাপাশি বিভিন্ন ধরনের সাংস্কৃতিক নৃত্য ও ক্রিয়াকলাপ দর্শকদের নজর কেড়েছিল। উক্ত ক্রীড়া অনুষ্ঠানে অতিথিবৃন্দদের উপস্থিতি ছিল নজরকাড়া। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ধনিয়াখালি বিধানসভার সম্মানীয়া বিধায়ক অসীমা পাত্র মহাশয়া। উপস্থিত ছিলেন কলকাতা ফুটবল জগতের বিশিষ্ট ফুটবলার হিরা মণ্ডল। উপস্থিত ছিলেন ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সৌমেন ঘোষ, হুগলি জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষ মিজানুর রহমান, সমসপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধান তথা ক্লাব সভাপতি গোলক দেশমুখ, বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক নওশাদ মল্লিক, বিশিষ্ট সমাজসেবী সামসের আলি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী সেখ আশিক সহ অন্যান্য ব্যক্তিবর্গ। সমগ্র ক্রীড়া অনুষ্ঠানটি সুচারুভাবে পরিচালনা করেন এবং ধারাভাষ্য দেন শিক্ষক সুরজিৎ চ্যাটার্জী। অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিবৃন্দ ভূয়সী প্রশংসা ও ধন্যবাদ জ্ঞাপন করেন ক্লাব সভাপতি গোলক দেশমুখ সহ ক্লাবের সকল কর্মকর্তা ও সদস্যদের।

Leave a Reply

0 Comments
scroll to top