শেখ সিরাজ: বিগত কয়েক বছরের মতো এবছরও ২ জানুয়ারি থেকে 12 ই জানুয়ারি পর্যন্ত ধনিয়াখালী নতুন বাসস্ট্যান্ডে ধনিয়াখালি ব্লক সংস্কৃতি, যাত্রা ও বইমেলার উৎসব সাড়ম্বরে অনুষ্ঠিত হতে চলেছে। অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রখ্যাত যাত্রা পালাকার দেবদূত গঙ্গোপাধ্যায়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন যাত্রার শরৎ প্রখ্যাত পালাকার ও অভিনেতা নির্মল মুখোপাধ্যায়। এবং সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র, রামেন্দু সিংহ রায়, বিশিষ্ট সমাজসেবী শান্তিময় দে প্রমূখ। উদ্বোধনী দিবসে বিশেষ আকর্ষণ বিশিষ্ট সাংবাদিক ও নাট্য শিল্পী নওশাদ মল্লিক এবং তনুশ্রী দাসের সারা জাগানো শ্রুতি নাটক। প্রখ্যাত সংগীতশিল্পী পিউ নন্দী, তিন কড়ি দাসের সংগীত পরিবেশন। প্রতিদিন বেলা দুটো থেকে নানান স্বাদের নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, নৃত্য, আবৃত্তি, সংগীত, ছৌ নাচ, রাইবেশ, নাটক, যাত্রা প্রভৃতি। এছাড়াও যোগাসন প্রতিযোগিতা, অংকন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতা, পত্র লিখন প্রতিযোগিতা, প্রাণিসম্পদ প্রতিযোগিতা, একক অভিনয় প্রতিযোগিতা, ও যাত্রা এবং নাটক প্রতিযোগিতা থাকছে এই মেলায়। থাকছে নাগরদোলা, মিকি, মাউস, মনোহারী দ্রব্য, হোটেল, রেস্টুরেন্ট এবং সর্বোপরি কলেজ স্ট্রিটের বিভিন্ন প্রকাশনী সংস্থার বিভিন্ন বইয়ের সম্ভার। 12ই জানুয়ারি শেষ দিনে উপস্থিত থাকবেন বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পবিত্র সরকার, হুগলি গ্রামীন পুলিশের ডিএসপি প্রিয়ব্রত বক্সি, এবং হোমিও রত্ন ধন্বন্তরি ডাক্তার মৃণাল ঘোষ এবং ধনিয়াখালি থানার ওসি গৌরাঙ্গ দে। মেলার সম্পাদক পার্থ দাস ও মেলা কমিটির সভাপতি নওশাদ মল্লিক সাংবাদিকদের জানালেন, এই মেলা কে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে।
ধনিয়াখালি ব্লকযাত্রা -লোকসংস্কৃতি ও বইমেলা উৎসব
