শেখ সিরাজ : হুগলি জেলার ধনিয়াখালি বাসস্ট্যান্ডে পানিনি নাট্যগোষ্ঠীর পরিচালনায় ১২ই জানুয়ারি থেকে শুরু হয়ে গেছে ধনিয়াখালি ব্লক ও যাত্রা প্রতিযোগিতা গ্রামীণ লোকসংস্কৃতি ও বই মেলা উৎসব । মেলা চলবে ২৬ শে জানুয়ারি পর্যন্ত I ১৬ই জানুয়ারি বৃহস্পতিবার হাওড়া, হুগলি , দুই বর্ধমান জেলা ছাড়াও পার্শ্ববর্তী জেলা থেকে ও নামিদামি কবিরা উপস্থিত হয়েছিলেন । মেলা কমিটির সভাপতি নৌশাদ মল্লিক , সম্পাদক পার্থ দাস ছাড়াও রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত কবি ড: রমলা মুখোপাধ্যায় বিশিষ্ট কবি শেখ সিরাজ, রনজিৎ হালদার, অচিন্ত্য বন্দোপাধ্যায়, নাসিরা বেগম , সুলেখা চৌধুরী , বন্দনা মালিক, রাজেকা খাতুন, অমিয়া বন্দোপাধ্যায়, দীপা মিত্র, কাশীনাথ মোদক , রাজু শর্মা, বিজন দাস, শিবরাম চট্টোপাধ্যায়, মাধবী দত্ত, অরূপ বন্দ্যোপাধ্যায় ,তরুণ কুন্ডু, মলয় মাঝি ,সুফি রফিকুল ইসলাম, শেখ আব্দুল মান্নান, জারিফুল হক প্রমুখ উপস্থিত ছিলেন ও স্বরচিত কবিতা পাঠ করেন । অনুষ্ঠানে দুই শিশু শিল্পী রিশান মন্ডল ও সমৃদ্ধ দাসের কবিতা দর্শক শ্রোতাদের মুগ্ধ করে । ঐদিন আয়োজিত অনুষ্ঠানে রৌদ্রিকা দত্তের নাচ ও সৃজা মন্ডলের আবৃত্তি ভালো লাগে । সমগ্র অনুষ্ঠানটি সুচারুরূপে সঞ্চালনা করেন অনুপ কুমার গাঙ্গুলী I