শেখ সিরাজ, হুগলি:হুগলি জেলার ধনিয়াখালি ব্লকের আলা গ্রামে ২৯ শে মার্চ আলা ভীম সংঘের পরিচালনায় অনুষ্ঠিত হলো এক রাত্রি ব্যাপি বিরাট আকর্ষণীয় মরহুম আজাহার মল্লিকও মহম্মদ আলী স্মৃতি ক্রিকেট প্রতিযোগিতা। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে মোট ১৬ টি ক্রিকেট টিম অংশগ্রহণ করে। প্রথম রাউন্ডের শেষে যে আটটি টীম কোয়ার্টার ফাইনালে উত্তীর্ণ হয় তারা হলো
বর্ধমান ইউনিট ক্রিকেট টিম, ধনিয়াখালি ফ্রেন্ডস নাইন স্টার ক্রিকেট টিম, বর্ধমান গোলসি ক্রিকেট টিম, জামালপুর গ্যাংস্টার ক্রিকেট টিম, গুরাপ ক্রিকেট টিম, এঞ্জেল কলকাতা ক্রিকেট টিম, বাগনান জয় মা কালী ক্রিকেট টিম ও নৈহাটি বড়মা ক্রিকেট টিম। প্রথম সেমিফাইনালে মুখোমুখি হন বর্ধমান ইউনিট ক্রিকেট টিম ও ধনিয়াখালি ফ্রেন্ডস নাইন স্টার ক্রিকেট টিম। এই খেলায় ধনিয়াখালি ফ্রেন্ডস নাইন স্টার জয় লাভ করে ফাইনালে ওঠে।

দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হন নৈহাটি বড়মা ক্রিকেট টিম ও জামালপুর গ্যাংস্টার ক্রিকেট টিম এই খেলায় জামালপুর গ্যাংস্টার ক্রিকেট টিম জয়লাভ করে ও ফাইনালে ওঠে। ফাইনাল ম্যাচে নির্ধারিত পাঁচ ওভারের শেষে জামালপুর গ্যাংস্টার টিম ৬ উইকেটের বিনিময়ে ৫২ রান করেন জবাবে ব্যাট করতে নেমে নির্ধারিত পাঁচ ওভারের শেষে ধনিয়াখালি ফ্রেন্ডস নাইন স্টার টীম ছয় উইকেট এর বিনিময়ে ২২ রান করেন। চ্যাম্পিয়ন জামালপুর গ্যাংস্টার টিম নগদ চৌদ্দ হাজার টাকা সহ বিরাট চ্যাম্পিয়ন ট্রফি লাভ করেন । রানার্স টিম ফ্রেন্ডস নাইন স্টার নগদ দশহাজার টাকা সহ বড় রানার্স ট্রফি পান এছাড়াও বহু আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়। রাত্রি কালিন এই ক্রিকেট প্রতিযোগিতাকে কেন্দ্র করে গ্রামবাসীদের মধ্যে প্রবল উৎসাহ ও উদ্দীপনার সঞ্চার হয়েছিল।

এই টুর্নামেন্টে খেলাধুলার পাশাপাশি বিভিন্ন সংস্কৃতিক অনুষ্ঠান ও বিশিষ্ট গ্রামবাসীদের সম্বর্ধনা দেওয়া হয়। বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সমসপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান গোলক দেশমুখ, ক্লাব সভাপতি তথা বিশিষ্ট শিক্ষক ও ক্রীড়া সংগঠক সুরজিৎ চ্যাটার্জী, ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির সদস্য ভদ্রেশ্বর মুর্মু, ধনিয়াখালি লায়ন্স ক্লাব সভাপতি শুভাশিস মুখার্জি, বিশিষ্ট সমাজসেবী সৌরভ পাত্র, মঙ্গল সরেন সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। ক্লাব সভাপতি সুরজিৎ চ্যাটার্জী আলা ভীম সংঘের সম্পাদক সৌরভ গাঙ্গুলি ,পার্থ সাঁতরা, রাহুল লাহা, প্রফুল্ল লাহা, সৌরভ পাল সহ সকল সদস্যকে ,সকল গ্রামবাসীকে ও বিশিষ্ট সাংবাদিক শেখ সিরাজকে বিশেষভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন অনুষ্ঠানের সফলতার জন্য।