Close

ধনিয়াখালিতে সংহতি মিছিল

নিজস্ব প্রতিনিধি: বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে ধনিয়াখালি ইস্ট ইন্ডিয়া কোল্ড স্টোরেজের মাঠ থেকে ধনিয়াখালি মদনমোহনতলা পর্যন্ত এক বিরাট সংহতি মিছিল হয়ে গেল ২২ জানুয়ারি অপরাহ্নে। হিন্দু মুসলমান সব একসঙ্গে হাতে হাত ধরে মিছিলে পা মেলান। মিছিলে নেতৃত্বে ছিলেন ধনিয়াখালির বিধায়ক অসীমা পাত্র, এছাড়া মিছিলে উপস্থিত ছিলেন ধনিয়াখালি পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সৌমেন ঘোষ, কর্মাধ্যক্ষ মোঃ মহসিন, মোহাম্মদ হানিফ, মিজানুর রহমান ও বিশিষ্ট সাংবাদিক নৌশাদ মল্লিক এবং ধনিয়াখালি থানার বিভিন্ন প্রান্তের হাজার হাজার হিন্দু-মুসলমান সর্বস্তরের মানুষ। কোন পতাকা ছাড়াই এই মিছিল সংগঠিত হয়।বিধায়ক অসীমা পাত্র বলেন,আমরা হিন্দু-মুসলমান সবাই এক হয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে রাজ্যের উন্নয়নের কাজ করে যাব। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাজী গফুর রহমান, রেভারেন্ট সিমসন ইসলাম এবং বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায় ও কালিদাস কিস্কু। দূর-দূরান্ত থেকে আগত উপস্থিত জনতা একসঙ্গে স্লোগান তোলেন ধর্ম ‘যার’ ‘যার’ উৎসব সবার।এত বড় মিছিল ধনিয়াখালিতে খুবই কম দেখা গেছে, মিছিল দেখে সকলেই উৎসাহিত হন।

Leave a Reply

0 Comments
scroll to top