Close

ধনিয়াখালিতে ব্লক যাত্রা প্রতিযোগিতা গ্রামীন লোক সংস্কৃতি ও বইমেলা উৎসব

শেখ সিরাজ : ১২ জানুয়ারী রবিবার বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ধনিয়াখালি পানিনি নাট্য গোষ্ঠীর পরিচালনায় ধনিয়াখালি বাসস্ট্যান্ডে ধনিয়াখালি ব্লক যাত্রা প্রতিযোগিতা গ্রামীন লোক সংস্কৃতি ও বইমেলা উদ্বোধন হয়ে গেল । সকালে এক বিরাট শোভাযাত্রার মধ্য দিয়ে ধনিয়াখালি এলাকা পরিক্রমা করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেলা কমিটির সভাপতি সাংবাদিক নৌশাদ মল্লিক I প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত যাত্রা পালাকার ও অভিনেতা নির্মল মুখোপাধ্যায় । সম্মানীয় অতিথি হিসেবে হাজির ছিলেন স্থানীয় ধলিয়াখালির বিধায়ক অসীমা পাত্র , প্রখ্যাত নাট্য ব্যক্তিত্ব চন্দন সেন , হুগলি জেলার আইন পরিদর্শক অসিত দাস , ধনিয়াখালি ভূমি সংস্কার আধিকারিক জগন্নাথ সরেন প্রমুখ । প্রখ্যাত যাত্রা পালাকার ও অভিনেতা নির্মল মুখোপাধ্যায় প্রদীপ প্রজ্জলনের মধ্য দিয়ে অনুষ্ঠান সূচনা করেন I উদ্বোধনী সংগীত পরিবেশন করেন পানিনি নাট্য গোষ্ঠীর কলা কলাকুশলীরা I অনুষ্ঠানে সুন্দর সংগীত পরিবেশন করেন ইসমাতারা খাতুন , শিল্পী গোস্বামী , প্রীতি সাহা ঘোষ, এবং ধনিয়াখালি থানার মেজবাবু অমল কৃষ্ণ সাউ বাউল সংগীত পরিবেশন করে দর্শক শ্রোতাদের মুগ্ধ করেন I ‘কর্ণকুন্তি সংবাদ ‘ শ্রুতি নাটকে অলোক চক্রবর্তী ও তনুশ্রী দাস অনবদ্য I এছাড়া নৃত্য পরিবেশন করে নম্রতা ভকত, রিতিকা ঘোষ , অত্রিকা ঘোষ প্রমুখ । মেলা চলবে ২৬শে জানুয়ারী পর্যন্ত I প্রতিদিন দুপুর ২টো থেকে ১০-৩০ মিনিট পর্যন্ত মেলায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও যাত্রা প্রতিযোগিতা , একাঙ্ক নাটক, রক্তদান শিবির , তরজা ও কবিগান , বাউল গান পরিবেশিত হবে । ১৫ দিনব্যাপী এই মেলাকে ঘিরে এলাকায় মানুষের ব্যাপক উৎসাহ উদ্দীপনা চোখে পড়ার মতো I

Leave a Reply

0 Comments
scroll to top