দেবরাজ ব্যানার্জীর “ঝড়ের রাত”AuthorPosted byramizPublishedAugust 24, 20201:23 pmTwitterFacebookLinkedInShare this postShare this postClose sharing boxদেবরাজ ব্যানার্জীর “ঝড়ের রাত”TwitterFacebookLinkedInPosted by ramiz on August 24, 2020. Anando Sangbad Live : বেলা ব্যানার্জী প্রোডাকশান প্রযোজিত ছবি “ঝড়ের রাত” খুব শীঘ্রই মুক্তি পেতে চলেছে। ছবিটির পরিচালনা করেছেন বাদশা খান ছবি খ্যাত নায়ক, পরিচালক, চিত্রনাট্যকার দেবরাজ ব্যানার্জী। ছবিটি একটি ক্রাইম থ্রিলারের উপর তৈরী। ১১ টি শিল্পী নিয়ে তৈরী এই ছবির বিশেষত্ব হলো শিল্পীরা যে যার ঘরে বসেই শুটিংটা করেছেন। সব শিল্পীদের সুরক্ষার কথা মাথায় রেখেই পরিচালকের এই সিদ্ধান্ত। ছবিটিতে পরিচালক দেবরাজ ব্যানার্জী ছাড়াও অভিনয় করেছেন ত্রিদিব ঘোষ, সিদ্ধার্থ রায়, আনন্দ মোহন দে, শুভজিত কড়েয়া, অভিজিত সাহা, মহাদেব মন্ডল, প্রসেনজিত সাহা, প্রবাল বিশ্বাস, পৌলমী এবং সোমা। এইভাবে যে যার ঘরে বসেও যে ক্রাইম থ্রিলার বানানো সম্ভব সেটা শিল্পীরা করে দেখিয়েছেন। রহস্যে মোড়া এই ছবি দর্শকদের মন জয় করবে এমনটাই বিশ্বাস রাখেন পরিচালক। তবে যার সহযোগিতা ছবিটির শিরা উপশিরায় ছড়িয়ে আছে সেই ব্যক্তিটি হলেন মৃত্যুঞ্জয় রায়। তার অবদান গুরুত্বপূর্ণ। বেলা ব্যানার্জী প্রোডাকশানের তরফ থেকে মৃত্যুঞ্জয় রায়কে অশেষ ধন্যবাদ। Post Views: 1,081 Share this:TwitterFacebookTelegramWhatsAppLike this:Like Loading...