Close

দূর্ঘটনায় আহত হলেন নৌশাদ মল্লিক

 নিজস্ব প্রতিনিধি:দূর্ঘটনায় কবলে পড়ে আহত হলেন বিশিষ্ট সাংবাদিক প্রাবন্ধিক ও নাট্য ব্যক্তিত্ব নৌশাদ মল্লিক। 

শনিবার সকালে সোমসপুর পীরতলায় ১৮ নং বাস রুটের। কাছে নির্মীয়মান একটি দোকান ঘরের তদারকি করছিলেন তিনি। সেই সময় উল্টো দিক থেকে দুই তরুন উন্মত্ত অবস্থায় বাইক চালিয়ে দাঁড়িয়ে থাকা সাহিত্যিক নৌশাদদাকে সজোরে ধাক্কা মেরে পালিয়ে যায়।

নৌশাদদার পায়ের এক্সরে রিপোর্টে হালকা ক্রাক ধরা পড়েছে। ডাক্তারের পরামর্শ ছিল ভাঙা পায়ে প্লাস্টার করতে হবে। কিন্তু পায়ে প্লাস্টার বেঁধে অকেজো হয়ে বসে থাকবার মানুষ তিনি নন।

 তাই তিনি বসিপুরে গিয়ে পায়ে জড়ি বেঁধে এনেছেন। পায়ের ব্যাথা নিয়েও তিনি সমানে দৌড়ঝাঁপ করে চলেছেন। বসিপুরে বহু মানুষ রোজ আসেন জড়ি বাঁধতে এবং ভালোও হচ্ছেন তাঁরা।নৌশাদ বললেন – আসলে ওঁদের অ্যানাটমিকাল নলেজ খুব ভালো। এছাড়া জড়ির ওষুধি গুনও কাজ করে আলাপরিতায়  তিনি। তাঁকে দেখতে আসা সাহিত্যিকত্রয় স্বপন হালদার,  দীনবন্ধু কুণ্ডু  এবং জারিফুল হককে ধন্যবাদ জ্ঞাপন করেন নৌশাদ মল্লিক।

Leave a Reply

0 Comments
scroll to top