আনন্দ সংবাদ লাইভ:দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার অন্তর্গত দূর্গানগর কাঞ্চনতলা গ্রামবাসীবৃন্দের পরিচালনায় শ্রীদুর্গা স্পোর্টিং ক্লাবের আয়োজনে দশমীর দিন সকালে ২০০ নারকেল চারা বিতরণ হয়।সঙ্গে প্রত্যেককে মাস্ক ও স্যানিটাইজার দেওয়া হয়।উপস্থিত ছিলেন ক্লাবের সম্পাদক দীনেশ হালদার, সভাপতি রাজকুমার হালদার,সহ সম্পদক অমল হালদার,কোষাধ্যক্ষ রঞ্জন হালদার,হিসেবরক্ষক নিলাময় হালদার ও ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ।ক্লাবের সম্পাদক দীনেশ হালদার জানালেন,”১৯৮৭ সাল থেকে আমাদের গ্রামের এই পুজো শুরু হয়েছে।৩৩বছর ধরে আমরা গ্রামের মানুষেরা মিলে প্রতি বছর পুজো করে আসছি।ভবিষ্যতেও আরো বড় করে করার ইচ্ছে আছে।”
সভাপতি রাজকুমার হালদার বললেন,”আমরা প্রতি বছর পুজোয় বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করে থাকি।কিন্তু এবছর কোভিড পরিস্থিতির জন্য কোনোরকম অনুষ্ঠানের আয়জন করা হয়নি।দর্শনার্থীদের মাস্ক দেওয়া হচ্ছে ও স্যানিটাইজ করা হচ্ছে।এছাড়া সমস্ত রকম নিয়মকানুন মেনে চলা হচ্ছে।”
কোষাধ্যক্ষ রঞ্জন হালদার জানান,”আমরা নিয়মিত সামাজিক কাজকর্মও করে থাকি।আজ ২০০ জনকে নারকেল চারা দেওয়া হল।১০০জনকে আমরা বস্ত্র বিতরণ করবো।”