আনন্দ সংবাদ লাইভ:নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির হুগলী জেলার ইটাচুনা চক্রের পক্ষ থেকে সামাজিক দায়িত্ব পালনের জন্য আজ দ্বিতীয় প্রয়াস হিসেবে জায়ের দ্বারবাসিনি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আলাসিন,জায়ের, পেয়ারাবাগান,দ্বারবাসিনি,কামতাই, সাচীতারা গ্রামের প্রায় ১০০ দুস্থ অসহায় মানুষের পাশে দাঁড়ানো হলো। উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য জয়দেব ঘোষ,জেলা কমিটির সুনীল বাস্কে, চক্র সম্পাদক করণ মুর্মু, রুহুল আমিন,নব কুমার রায়,সুবীর শর্মা,সন্টু বাউলদাস সহ নেতৃত্ব ও আরো সাধারন শিক্ষকরা।