Close

দুবাইয়ে প্রদর্শিত হতে চলেছে হাওড়ার তরুণ চিত্রকরের তৈলচিত্র

নিজস্ব প্রতিনিধি : কোলকাতার এক বিলাসবহুল হোটেলে শুরু হল হাওড়া জেলার তরুণ চিত্রকর দিবাকর চক্রবর্তীর ক্যানভাসের উপর তৈলচিত্রর একক প্রদর্শনী।
আগামী ৪ জুন পর্যন্ত চলবে এই চিত্র প্রদর্শনী।

প্রদর্শনীর প্রথম দিনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের অর্থ বিভাগের দুই যুগ্ম আয়োগ অনুপম হালদার ও পাঞ্চালী মুন্সী সহ হাওড়া পৌরনিগমের ৬০ নম্বর ওয়ার্ডের পৌরপ্রতিনিধি সীমা ভৌমিক।

প্রদর্শনী ঘুরে দেখে অর্থ বিভাগের যুগ্ম আয়োগ অনুপম হালদার যেখানে জানিয়েছেন, “আশা করব শিল্পী আগামী দিনে আরো ভালো জায়গায় তাঁর শিল্প সামগ্রী প্রদর্শিত করবেন,” সেখানে অপর যুগ্ম আয়োগ পাঞ্চালী মুন্সী বলেছেন, “প্রদর্শনী কক্ষে রাখা ফল সমৃদ্ধ গাছের ছবি বেশ ইঙ্গিতবাহী।”

বলে রাখা ভালো, এই প্রদর্শনীতে রয়েছে মোট ৮ টা তৈলচিত্র, এর পাশাপাশি থাকছে আরো ২ টো জীবন্ত অঙ্কন (Live Painting)-এর ব্যবস্থা। প্রদর্শনী কক্ষে যেমন রয়েছে ফল সমেত দুটো কলাগাছের তৈলচিত্র, তেমনই রয়েছে দুটো খেজুর গাছ সহ একটা তালগাছের তৈলচিত্র।

শিল্পী দিবাকর চক্রবর্তী সাংবাদিকদের জানিয়েছেন, “কোলকাতায় ব্যক্তিগত পর্যায়ে এটা আমার ৩২ তম প্রদর্শনী। এখানে মোট ৮ টা তৈলচিত্র রয়েছে অয়েল, এর মধ্যে দুটো খেজুর গাছ এবং একটা তালগাছের তৈলচিত্র সহ মোট ৩ টে ছবি আগামী ১২ থেকে ১৪ অগস্ট দুবাইয়ে প্রদর্শিত হবে।”

Leave a Reply

0 Comments
scroll to top