Close

দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালেন সুরজ কুমার সূর্য

আলাপন রায় : করোনা ভাইরাস ও আমফানে যখন বিপর্যস্ত গোটা সমাজ তখন দুঃস্থ মানুষের পাশে দাঁড়ালেন অভিনেতা এবং সুরজ কুমার ফিল্মস-এর কর্ণধার সুরজ কুমার সূর্য । সুন্দরবনের মতো ক্ষতিগ্রস্ত এলাকায় সর্বস্বহারা মানুষদেরকে ত্রাণ সামগ্রী পাঠিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন তিনি । তিনি আরও জানান ” প্রাকৃতিক বিপর্যয়ের কারণে বহু মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে । বন্ধ হয়ে গিয়েছে তাদের আয়ের পথ । এই পরিস্থিতিতে আমি যতটা সম্ভব নিজের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। সবার কাছে একটাই অনুরোধ যে এই দুর্দিনে যতটা সম্ভব ওদের পাশে দাঁড়ান। আপনার সামান্য সাহায্য হয়তো ওদের নিজের স্বাভাবিক জীবনযাপন ফিরিয়ে দিতে পারে”।

Leave a Reply

Leave a comment
scroll to top