Close

দিন আনা দিন খাওয়া মানুষের পাশে

আনন্দ সংবাদ লাইভ :একদিকে করোনা আর অন্যদিকে আমফান এর দাপটে বিপর্যস্ত গোটা বাংলা। লক ডাউনের জেরে অসহায় সাধারণ মধ্যবিত্ত মানুষ থেকে দিন আনা দিন খাওয়া মানুষ। আর এই সকল মানুষদের মুখে এবার খাবার তুলে দেওয়ার উদ্যোগ নিল একদল তরুণ।সম্প্রতি বাইপাসের রুবি-র অদূরে চল্লা পাড়া এলাকায় প্রায় ১০০ জন নিরন্ন মানুষদের হাতে খাবার তুলে দেন সাকিব মহম্মদ, সম্বিত সাহা, আসরফ ভোরা, নসবা খান, হরদীপ সিং। সঙ্গে ছিলেন এক কফি শপের দুই প্রতিনিধি অরমিত মুখার্জ্জী ও সঞ্চারী পালিত। বাইপাস সংলগ্ন একটি মিশনের প্রায় ১০০ জন বাচ্চাদের ও সেখানকার মানুষদের হাতেও প্রয়োজনীয় খাদ্য সামগ্রী তুলে দেন তারা। এই বিপর্যয়ের সময়ে তাদের এই মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। তাদের আশা বাংলা আবার তার স্বাভাবিক ছন্দে ফিরবে আর এই রকম কাজে তারা সব সময়ে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেবে যেকোনো সামাজিক পরিস্থিতিতে।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top