Close

দম ফাটা হাসির ছবি “যাঃ ফসকে গেলো”

আনন্দ সাংবাদ লাইভ:বেলা ব্যানার্জী প্রোডাকশান প্রযোজিত এবং দেবরাজ ব্যানার্জী পরিচালিত দম ফাটা হাসির ছবি – “যাঃ ফসকে গেলো” সপ্তমীতে মুক্তি পেয়েছে। ছবিটিতে অভিনয় করেছেন – দেবরাজ ব্যানার্জী, মিস জিনজা, ত্রিদিব ঘোষ, শিউলী রামানি গোমস, আনন্দ মোহন দে, জীবন কুমার, পৌলমী, সিদ্বার্থ রায়, শুভজিত কড়েয়া, প্রবাল বিশ্বাস, মৃত্যুঞ্জয় রায় এবং আরো অনেকে। এই ছবির প্রতিটি শিল্পী যে যার নিজের বাড়ীতে থেকেই শুটিং করেছেন। পুরো ছবিটি মোবাইলে শুটিং করা হয়েছে। করোনা আবহে সব শিল্পীদের সুরক্ষার কথা চিন্তা করেই পরিচালক দেবরাজ ব্যানার্জী এই সিদ্বান্ত নিয়েছেন। এইভাবে ঘরে থেকেই কমেডি ছবি তৈরী হলো।
ছবিটি দেখা যাবে বেলা ব্যানার্জী প্রোডাকশন ইউটিউব চ্যানেলে এবং বেলা ব্যানার্জী প্রোডাকশন ফেসবুক পেজে। ছবিটিতে বিশেষ সহযোগিতা করেছেন মৃত্যুঞ্জয় রায়। তার কাছে বেলা ব্যানার্জী প্রোডাকশান বিশেষ ভাবে কৃতজ্ঞ।

Leave a Reply

0 Comments
scroll to top