নিজেস্ব প্রতিনিধি:হুগলী জেলার হরিপাল থানার অন্তর্গত নৈটি গ্রামের ‘আওয়ার অবলম্বন’ স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ও আয়োজনে হরিপালের রূপকার বিধায়ক শ্রী বেচারাম মান্নার প্রেরণায়,মোস্তাফা ইসলামিক এডুকেয়ার ও মেহেবুব নূর সেফা ক্লিনিকের সহযোগিতায়
আমফানের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত মানুষদের খাদ্য সামগ্রীর বিতরন হবে ২৬ জুলাই ,রবিবার সকাল ১০ টা থেকে।খাদ্য সামগ্রী বিতরণ হবে দক্ষিণ ২৪ পরগনার ঢোলাহাট থানার জামালপুর গ্রামে।প্রায় ৩০০ মানুষকে খাদ্য সামগ্রী দেওয়া হবে বলে জানা গেল।পবিত্র ঈদুজ্জোহা উপলক্ষে সংস্থার তরফ থেকে একটি ঈদুজ্জোহার খাদ্যসামগ্রীও বিতরণ হবে।