Close

দক্ষিন লেকপল্লী সংহতি সার্বজনীন দুর্গোৎসবের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি:আজ সন্ধ্যায় দক্ষিন লেকপল্লী সংহতি সার্বজনীন দুর্গোৎসবের শুভ উদ্বোধন হয়ে গেল।উদ্বোধনে উপস্থিত ছিলেন সাংসদ মালা রায়,বিধায়ক দেবাশিষ কুমার,কাউন্সিলার রতন দে প্রমুখ।

এবছর ‘সংহতি’ ক্লাবের পুজো ৬৫ বছরে পদার্পন করলো।ক্লাবের সহ সভাপতি মুন সাহা জানালেন,”এবছর আমরা সমস্ত কোভিড প্রটোকল মেনে পুজোর আয়োজন করেছি।মাস্ক,স্যানিটাইজর ব্যবহার আবশ্যিক।”

বিধায়ক দেবাশিষ কুমার উদ্বোধনে উপস্থিত হয়ে উদ্যোক্তাদের শুভেচ্ছা জানান।ক্লাবের পক্ষ থেকে উপস্থিত অতিথিদের সংবর্ধনা জানানো হয়।এই পুজোয় বিশেষ সহযোগিতায় রয়েছে Mofaf Style Zone এবং স্বপ্নপূরণ।

Leave a Reply

0 Comments
scroll to top