Close

ঢোলা হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের ‘বসুন্ধরা’ মডেল দেশে আলোড়ন ফেলবে

নিজস্ব প্রতিবেদক:জনসংখ্যা বেড়ে যাচ্ছে,জায়গা কমে যাচ্ছে।সেই কম জায়গাতেই বর্ধিত জনগণের খাদ্য উৎপাদন করতে হচ্ছে।যত দিন যাবে, জনসংখ্যা আরো বাড়বে আর চাষযোগ্য জায়গা কমবে।কারণ মানুষ বসতি গড়ে তুলছে,কারখানা গড়ে তুলছে।আর কম জায়গাতেও বৃহত্তর জনসংখ্যার খাদ্যের সঠিক সরবরাহের জন্য ‘বসুন্ধরা’ নামাঙ্কিত মডেল বানিয়ে সকলকে চমকে দিলেন দক্ষিণ ২৪ পরগণার কুল্পী ব্লকের ঢোলা হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা।সল্টলেকের সেন্ট্রাল পার্কের ময়দানে কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রক আয়োজিত জাতীয় বিজ্ঞান প্রদর্শনীতে সেরার শিরোপা পেল এই ঢোলা হাই স্কুলের মস্তিস্কপ্রসূত এই মডেল।

শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় সাইন্স মডেল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করার জন্য মডেল পাঠিয়েছিল , বাছাইয়ের পর ৩১ টি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের মডেল প্রতিযোগিতায় অংশ গ্রহণের সুযোগ পায়। ২১ আগস্ট থেকে ২৪ আগস্ট ঐ ৩১ টি মডেল প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। প্রতিযোগিতার শেষ দিনে ফল ঘোষণা হয়।


ব্রেনওয়ার ইউনিভার্সিটি তৃতীয় স্থান অধিকার করে , সাতুলিয়া ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা দ্বিতীয় স্থান অধিকার করে , কুলপির ঢোলা হাইস্কুল ( উঃ মাঃ ) ও ডোমজুড়ের বেগড়ি হাইস্কুল যৌথভাবে প্রথম স্থান অধিকার করে।
ডোমজুর বেগড়ি হাই স্কুলের মডেল ছিল ‘হাইটেক’ হুইলচেয়ার।এই প্রদর্শনীতে উপস্থিত ছিলেন সাংসদ কীর্তি আজাদ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
ঢোলা হাই স্কুলের প্রধান শিক্ষিক সাইফুল ইসলাম লস্কর জানালেন,”আমরা শহর থেকে অনেক দূরে হলেও।আমাদের ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত বিভিন্ন বিজ্ঞান প্রদর্শনীতে অংশগ্রহণ করে।আমাদের বিজ্ঞানবিভাগের ছাত্রছাত্রীরা খুবই সক্রিয়।ওদের এই সাফল্যে আমরা খুবই খুশি।আমাদের শিক্ষিক-শিক্ষিকারাও ওদেরকে প্রতিনিয়ত এইসব ব্যাপারে সহযোগিতা করে যায়।”
বিজয়ী টিমকে স্মারক,সাংসদ প্রফেসর সৌগত রায় , প্রফেসর ধ্রুবজতি ভট্টাচার্যের স্বাক্ষরিত সার্টিফিকেট প্রদান করা হয়।

Leave a Reply

Leave a comment
scroll to top