Close

ঢোলা গ্রাম পঞ্চায়েতে গরীব দুঃস্থদের শীতবস্ত্র প্রদান

By Ramiz Ali Ahmed

আজ দক্ষিন ২৪ পরগনার ঢোলাহাট থানার অন্তর্গত ঢোলা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ব্যারাকপুর গার্লস অ্যালমনি অ্যাসোসিয়েশনের সহযোগিতায় গরীব ও দুঃস্থদের শীতবস্ত্র প্রদান হয়ে গেল।এদিন প্রায় ৩৫০ জন গরীব-দুঃস্থদের কম্বল,শাল ও চাদর তুলে দেওয়া হয়।উপস্থিত ছিলেন কুলপির বিধায়ক যোগরঞ্জন হালদার,দক্ষিন ২৪ পরগনা জেলা পরিষদের সহ সভাধিপতি পূর্ণিমা হাজারী নস্কর,ডি এস পি দেবাশীষ বন্দ্যোপাধ্যায়,ঢোলাহাট থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনিন্দ্য মুখোপাধ্যায়, ঢোলা গ্রাম পঞ্চায়েত প্রধান রুবিয়া কয়াল, রহিম কয়াল,কালিদাস কামার,হোসেন কয়াল,ব্যারাকপুর গার্লস অ্যালমনি অ্যাসোসিয়েশনের তরফ থেকে উপস্থিত ছিলেন তন্দ্রা দাস রায়চৌধুরী, পিয়ালী দত্ত,পূবালী মুখোপাধ্যায়, ঈশিতা সরকার।এদিন উপস্থিত সকল অতিথিকে ঢোলা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে সম্মান জানানো হয়।

ছবি:নুরউদ্দিন হালদার

Leave a Reply

0 Comments
scroll to top