Close

ডিজাইনার ইরানি মিত্র ক্যালেন্ডার লঞ্চ ২০২৪

নিজস্ব প্রতিবেদক: ৯ই ফেব্রুয়ারি সাউথ সিটি মলের পাশে অবস্থিত ইরানি মিত্র স্টুডিও।। ৩৭৭ এ প্রিন্স আনোয়ার শাহ রোড, সুদক্ষিনা অ্যাপার্টমেন্ট – তে হয়ে গেলো ডিজাইনার ইরানি মিত্রর ব্র্যান্ড ক্যালেন্ডার লঞ্চ।

উপস্থিত ছিলেন ব্যাঙ্গালোরে ফ্যাশন উইকের শোস্টপর মডেল জয়শ্রী মজুমদার ।। এশিয়ান ইন্টারন্যাশনাল ফ্যাশন উইকের শোস্টপার অনামিকা চৌধুরী ।। কাটার রানওয়ে উইকের শোস্টপার দিব্যাদুটি বিশ্বাস।।

সঙ্গে ছিলেন নেশনাল মডেল রিনা মুখার্জী ।। গোবিন্দ ।। সিদ্ধার্থ ।। অনুষ্ঠানে ছিলেন দুজন সিঙ্গার সাগরিকা গুপ্তা এবং অমিত ঘোষ।। অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন মডেল শালিনী ভট্টাচার্য্য ।।
প্রথম গান দিয়ে অনুষ্ঠান শুরু হয়।। তারপর প্রয়াত অভিনেত্রী শ্রীল| মজুমদারের আত্মার উদ্দেশে ১ মিনিট সবাই দাঁড়িয়ে নীরবতা পালন করেন।।

প্রয়াত অভিনেত্রী এই স্টুডিও বহুবার এসেছেন। তারপর রাম্পশো এর মাধ্যমে ক্যালেন্ডারটি লঞ্চ করা হয়।
তারপর একে একে ক্যালেন্ডার আর সমস্ত মডেল মেকআপ আর্টিস্ট এবং ফটোগ্রাফারকে উপহার এবং সার্টিফিকেটের মাধ্যমে সন্মানিত করা হয়।
যথাক্রমে বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা অনিক রহমান আওভি ।। রেহান কবির ।। জয়শ্রী মজুমদার ।। মহুয়া রয় দাস ।। দিব্যদুটি বিশ্বাস ।। রিনা মুখার্জী ।। সিদ্ধার্থ সাহেল ।। অঙ্কিতা সিং ।। বাদল শাহ ।। শুভ্রা ।। প্রিন্স ।। মৌমিতা ভট্টাচার্য ।। সাগরিকা গুপ্তা ।। ফটোগ্রাফার সায়ান্দীপ চৌধুরী ।। ফটোগ্রাফার অনিন্দ্য নয়ন চৌধুরী ।। মেকআপ আর্টিস্ট মুয়া পল্লবী দে।। মৌসুমী মণ্ডল ।। কবিতা শা ।। সারিত জাইস্বল ।। পুনম জাইস্বাল

আবার কিছু গানের পর সংবর্ধনা জানানো হয় ইরানি মিত্র শারদ সন্মানের যুরীদের।

ইরানি মিত্র শারদ সন্মান যুরি আওয়ার্ড
১. জয়শ্রী মজুমদার
২. অনামিকা চৌধুরী
৩. সিদ্ধার্থ সাহেল
৪. আশা বিশ্বাস
৫. মৃত্যুঞ্জয়
৬. পল্লবী দে
৭. সর্বানী চ্যাটার্জি
৮. দিব্যাদুতি বিশ্বাস
৯. রিনা মুখার্জী
১০.প্রমীলা চ্যাটার্জি
১১. রঞ্জনা বোস

সবশেষে ডিজাইনার আগামী কিছু প্রজেক্টের ঘোষণা করেন এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠান শেষ করেন।
ওখানে সবার জন্য, মিডিয়া মানুষদের জন্য স্ন্যাকস এবং বিশেষ উপহারের ব্যাবস্থা ছিল।

তারপর সন্মান জানানো হয় ইরানি মিত্র ব্র্যান্ড মডেল যারা ফ্যাশন উইকের শোস্তপের মডেল হয়ে নেশানালএ ইরানি মিত্র ব্র্যান্ডকে রিপ্রেজেন্ট করেছিলেন।

ব্যাঙ্গালোর ফ্যাশন উইকের শোস্টপার জয়শ্রী মজুমদার ।। কাটার রানওয়ে উইকের শোস্টপার দিব্যদুতি বিশ্বাস এবং এশিয়ান ইন্টারন্যাশনাল ফ্যাশন ওয়েকের শোস্টপার অনামিকা চৌধুরী ।। মডেল রিনা মুখার্জী ।। গোবিন্দ ।। সিদ্ধার্থ সহেলকে
মেকআপ আর্টিস্ট
পুনম যাইস্বল
কবিতা শাকে

ছবি:রাজেন বিশ্বাস

Leave a Reply

0 Comments
scroll to top