Close

‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’র মঞ্চে অতিথি হয়ে এলেন হেলেন

নিজস্ব প্রতিনিধি:অভিনয় তো বটেই। তাঁর নাচের ভক্ত তামাম বলিউড। তিনি সকলের প্রিয় অভিনেত্রী ‘দ্য গোল্ডেন গার্ল’ হেলেন। এ বার স্টার জলসার রিয়ালিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র সিজন ২’র মঞ্চে অতিথি হয়ে এলেন তিনি।

সদ্য কলকাতায় এই রিয়ালিটি শোয়ের মঞ্চে শুটিং করলেন হেলেন। ফাইনালে বিচারকের আসনে দেখা যাবে তাঁকে। মহাগুরু মিঠুন চক্রবর্তী প্রথম থেকেই এই শোয়ের মুখ্য আকর্ষণ ছিলেন। একই মঞ্চে মিঠুন এবং হেলেনকে পাওয়া দর্শকের কাছে পাওনা তো বটেই। এই শোয়ে প্রথম থেকে বিচারকের দায়িত্বে ছিলেন দেব এবং মনামী ঘোষ। মিঠুন এবং হেলেনকে এক মঞ্চে পাওয়া তাঁদের কাছেও ফ্যান মোমেন্ট।তৈরি হল ম্যাজিক্যাল মুহূর্ত।

হেলেন মঞ্চে মানেই ‘পিয়া তু আব তো আ যা’ মাস্ট। এই মঞ্চেও তার ব্যতিক্রম হল না।৮০ উপর বয়সেও তাঁর লাস্য চোখে পড়ার মতো।

Leave a Reply

0 Comments
scroll to top