Close

ডাঃ দেবশ্রী বনিক-এর ‘ইমেজ ক্লিনিক’

নিজস্ব প্রতিনিধি:মানুষ সব থেকে নিজেকেই বেশি ভালোবাসে।আর তাইতো সবসময় নিজেকে কি করে অন্যের সামনে ভালো করে উপস্থাপন করা যায় সেই চেষ্টাই করে প্রত্যেকেই।কিন্তু ভাবুন তো যদি অপনার চুল উঠতে শুরু করে বা মুখে কোনো দাগ পড়ে যায় বা স্কিনের কোনো সমস্যা,তখন কি হবে!আর এই সমস্ত কিছু নিয়ে আর চিন্তা করতে হবে না।কলকাতা শহরে আপনার রুপের এবার থেকে খেয়াল রাখবে ডা: দেবশ্রী বনিক। এক ছাদের নীচে সমস্ত রকম পরিষেবা নিয়ে ‘ইমেজ ক্লিনিক’।

হ্যাঁ ‘ইমেজ ক্লিনিক’ এখন কলকাতা শহরেই। চুল, ত্বক,দাঁত সমস্ত কিছুর সমস্যা সমাধানের একটাই ঠিকানা ডা: দেবশ্রী বণিক-এর এই নতুন ক্লিনিক। সবার নিজের ইমেজ কে তো ঠিক রাখাই তো এই ক্লিনিকের কাজ তাই নামটাও দেওয়া হয়েছে ‘ইমেজ ক্লিনিক’।সৌন্দর্য রক্ষার নতুন ঠিকানা এই ক্লিনিক। যেখানে আধুনিক পদ্ধতির মাধ্যেমে নামী ডাক্তারদের দ্বারা চিকিৎসা করা হচ্ছে।

Leave a Reply

0 Comments
scroll to top