Close

ডাঃ উপ্পল হাজরার প্রতি

প্রতি
সম্পাদক
আনন্দ সংবাদ লাইভ

বিশিষ্ট চিকিৎসক চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ উপ্পল হাজরাকে কয়েকবছর আগে থেকেই চিনি।যাত্রীবাহী একটি বাসে অচেনা এক মানুষের বুটে আমার নিকট আত্মীয়ার বুড়ো আঙুলের নখে লেগে নখটা কিছুটা উঠে গিয়েছিল।পরদিন সেখানে ইনফেকশন হয়েছিল একটু বেশিই।চর্মরোগ বিশেষজ্ঞ ডাঃ উপ্পল হাজরাকে দেখিয়েছিলাম।এই ডাক্তারবাবুর সুচিকিৎসায় আমার আত্মীয়া পুরো সুস্থ হয়েছিলেন কয়েকদিনের মধ্যেই।তাই ডাক্তারবাবুর প্রতি আমার অগাধ বিশ্বাস রয়েছে।পরে আমার আরো দুজন পরিচিতের চর্মরোগ সারিয়ে সুস্থ করে তুলেছেন সুন্দরভাবে।ডাক্তারবাবুর ব্যবহারও খুব ভালো।
আমি আপনাদের অনলাইন আনন্দ সংবাদ লাইভ নিউজ পোর্টালে প্রকাশিত ঐ ডাক্তারবাবুর অর্থাৎ ডাঃ উপ্পল হাজরার COVID19 সম্পর্কে লেখা পড়লাম এবং ঐ ভাইরাস সম্পর্কে বেশ কিছু তথ্য জানলাম।
এর জন্য ডাঃ উপ্পল হাজরা ও আপনাদের ধন্যবাদ জানাই।
আনার মোল্লা
প্রাক্তন প্রধান শিক্ষক
উচালন হাই স্কুল

Leave a Reply

0 Comments
scroll to top