Close

জীবন বাঁচাতে রক্ত দান করুন

আনন্দ সংবাদ লাইভ:২৪ শে মে হিন্দোল’ ক্যাম্পাসে ‘মনান ওয়েলফেয়ার সোসাইটি খারদা’ ও ‘ওয়ারিয়র্স রক্ষা করুন’-এর সহযোগিতায় রক্তদান শিবির হয়ে গেল। এম আর বাঙ্গুর ব্লাড ব্যাঙ্কের সহযোগিতায় রক্তদান শিবিরটি হয়। মোবাইল ব্লাড ভ্যানে কোভিড -১৯ এর বিরুদ্ধে নেওয়া সমস্ত সতর্কতা সহ কেন্দ্রীয় ব্লাড ব্যাঙ্কের সমস্ত নিয়মাবলী এবং নির্দেশনা অনুসারে এই কর্মসূচি ছিল।প্রশাসনিক কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে প্রায় ৫০ ইউনিট রক্ত দান করা হয়েছিল। করোনার মহামারী ও তার পরে বিধ্বংসী ঘূর্ণিঝড় আম্ফানের এই দু’টি বিপর্যয় মোকাবিলার জন্য আয়োজকদের এটি ছিল সত্যই এক অসামান্য সামাজিক ও জনহিতকর উদ্যোগ।এই অনুষ্ঠানের সময় উপস্থিত ছিলেন ‘হিন্দোল’-এর সভাপতি ডঃ প্রশান্ত কুমার ভট্টাচার্য্য, সুজিত বয়েদ, নিতাই সাহা, এমআর বাঙ্গুর হাসপাতালের মেডিকেল অফিসার, ‘মনান’-এর সেক্রেটারি লিপিকা সেন চ্যাটার্জী, ডাঃ অনির্বান ডালুই, আইএমএ প্রতিনিধিরা, ডঃ প্রদীপ নেমানি এবং ‘হিন্দোল কসবা’-এর শুভাকাঙ্ক্ষীগণ।

Leave a Reply

0 Comments
scroll to top