Close

জাহ্নবী সাংস্কৃতিক চক্র’র বসন্ত উৎসব

নিজস্ব প্রতিনিধি:জাহ্নবী সাংস্কৃতিক চক্র’র আয়োজনে নৃত্যানুষ্ঠান,আবৃত্তি ও সংগীতের মাধ্যমে জমজমাটি বসন্ত উৎসব পালিত হল একাডেমি প্রাঙ্গনে রানুছায়া মঞ্চে।সামগ্রিক নৃত্য পরিচালনায় মেঘমালা আইচ রায়।সহকারী নৃত্য পরিচালনায় মেহলী দাস।অংশগ্রহনে মঞ্জুষা দে,শ্রেষ্ঠা সিনহা, অমিত চক্রবর্তী, পিয়ালী দত্ত প্রমুখ।সঞ্চালনায় জয়ন্তী সরকার, সোমা দাস ও মধুরিমা ঘোষ।অনুষ্ঠানটির সমগ্র পরিচালনায় সমরজিৎ দাস।সমরজিৎ দাস জানালেন,”আমরা নৃত্য,গান,আবৃত্তির মাধ্যমে বসন্তকে আগমন জানাচ্ছি।”

Leave a Reply

Leave a comment
scroll to top