Close

ছোট পর্দার পরিচিত অভিনেত্রী এবার হিন্দি ছবিতে

নিজস্ব প্রতিনিধি:ছোট পর্দার পরিচিত অভিনেত্রী শিল্পী এবারে কাজ করতে চলেছেন একটি হিন্দি ছবিতে। ছবির নাম ‘গিরগিট’, সেখানে কনিনিকা বন্দ্যোপাধ্যায়ের ছোট বোনের বেশ গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে শিল্পীকে। ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের এই পরিচিত মুখ এর আগেও একটি বাংলা ছবি করেছেন, ‘ভটভটি’, যার মুক্তি আটকে রয়েছে করোনা পরিস্থিতির কারণে।

ধাগা ফিল্মসের প্রযোজনার ছবি গিরগিট পরিচালনা করছেন বাপ্পা, যাঁর এর আগের ছবি ছিল ‘শহরের উপকথা’। মুম্বইয়ের সাড়া জাগানো অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্য, জয় সেনগুপ্ত, ডোনা মুন্সী ও ঈপ্সিতা চক্রবর্তীর মতো অভিনেতাদের পাশাপাশি প্রিয় অভিনেত্রী কনিনিকার সঙ্গে স্ক্রিন শেয়ার করতে পেরে স্বভাবতই শিল্পী উত্তেজিত। ‘খুব শীঘ্রই আপনাদের আরো একটা ভালো খবর দিতে পারব, আশা করি’, বলছেন এই নতুন অভিনেত্রী।

Leave a Reply

0 Comments
scroll to top