Close

ছোটদের স্মার্ট ক্লাসে ‘আমাদের গান্ধীজি’ নিয়ে পত্রিকা প্রকাশ

আনন্দ সংবাদ লাইভ : প্রতি সপ্তাহের মতো এ সপ্তাহেও শনিবারে কলকাতার নিউ টাউনে ছোটরা জড়ো হয়েছিল তাদের সাপ্তাহিক স্মার্ট ক্লাসের আয়োজনে। খুব উৎসাহ ছিল ওদের, এ সপ্তাহের বিশেষ আকর্ষণ ‘গান্ধীজি’ শীর্ষক বক্তৃতা এবং কুইজের আসর নিয়ে। গান্ধীজির ছোট বেলা থেকে স্বাধীনতা আন্দোলন এবং জীবনের শেষ দিন পর্যন্ত নানান ঘটনা ও কর্মকান্ড নিয়ে কুইজে অংশগ্রহণ করে ছোটরা। ‘আমাদের’ গান্ধীজি’ নিয়ে এদিন দুটো দেওয়াল পত্রিকা বাড়ি থেকে তৈরি করে আনে ছোটরা। এদিনের স্মার্ট ক্লাসে তা প্রকাশিত হয়। জাতীয়তাবোধ, দেশ ভক্তি বাড়িয়ে তুলতে এবং লেখালেখিতে উদ্বুদ্ধ করতে দেয়াল পত্রিকার সঙ্গে যুক্ত ছোটদেরকে এদিন বিশেষ ভাবে পুরস্কৃত করা হয়। অভিভাবকেরা তাঁদের সন্তানদের জন্য ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ এই আয়োজনে খুব খুশি, তাঁরা স্মার্ট ক্লাসের পরিচালকদের ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

Leave a Reply

0 Comments
scroll to top