ছোটদের জন্য ছোট ছবি “করোনাস্ত্র”AuthorPosted byramizPublishedMay 13, 20205:38 pmTwitterFacebookLinkedInShare this postShare this postClose sharing boxছোটদের জন্য ছোট ছবি “করোনাস্ত্র”TwitterFacebookLinkedInPosted by ramiz on May 13, 2020. ” করোনাস্ত্র “আনন্দ সংবাদ লাইভ: একটি মধ্যবিত্ত আবাসনের পাশাপাশি দুটি ফ্ল্যাট এর দুটি বাচ্চা অর্জুন ও রিক তীর ধনুক নিয়ে যুদ্ধ যুদ্ধ খেলতে থাকে। টিভিতে রামায়ণ মহাভারত দেখে দেখে বিভিন্ন অস্ত্রের নাম আজ তাদের মুখস্থ হয়ে গেছে। অর্জুন রিককে ব্রম্ভাস্ত্র মারতে গেলে রিক অর্জুনকে করোনাস্ত্র মারার ভয় দেখায়। ইদানীংকালে করোনা নাম টাতেই যেন ভয় ঢুকে গেছে মনের মধ্যে অর্জুনের। করোনাস্ত্রের নাম শুনে অর্জুন খেলা ছেড়ে ভয়ে দৌড় লাগায় তার বাবার কাছে। খুঁদে মনের প্রশ্ন জাগে বাবার কাছে করোনাস্ত্র কি ব্রক্ষাস্ত্র এর থেকেও শক্তিশালী ।তার বাবা তাকে বোঝায় যে সেটা না কিন্তু করোনা যেহেতু নতুন এসেছে এবং এটা কিভাবে প্রতিরোধ করতে হয় সেটা কেউ জানে না তাই যতদিন না এটা সম্বন্ধে কেউ জানছে ততদিন এর প্রতিরোধ করার একমাত্র উপায় বাড়িতে থাকা। অনেকদিন ধরে বাড়িতে থেকে থেকে অর্জুনের মনে নানা প্রশ্ন ঘোরাফেরা করছে। সে আর কত দিন বাড়িতে থাকবে কতদিন হয়ে গেল সে স্কুলে যেতে পারেনি তার বন্ধুদের সাথে খেলতে পারেনি। অনেকদিন বাড়িতে থেকে এখন আর ভালো লাগছে না। একটি খুদে বাচ্চার মনেও মৃত্যু ভয় এর জন্ম নেয়। বাবার মনেও ছেলের এই মনের অবস্থা বেদনার হয়ে উঠে। তার বাবা তাকে বোঝায়। বিকালে তাকে নিয়ে ছাদে খেলতে যাওয়ার প্রতিশ্রুতি দেয়।বিকালে ছাদে গিয়ে বাবা ছেলের সাথে খেলতে থাকে । খুদে মনের করোনা ভীতি কাটাতে বাবা ছেলেকে কোলে তুলে নেয় । পশ্চিম আকাশে তখন সূর্য অস্ত যায় । পরের দিন সকালে নতুন সূর্য ওঠে নতুন আশার সঞ্চার ঘটে।অভিনেতা ও প্রযোজক অনুপ পানের নিজের লেখা ছোটদের জন্য ছোট্ট ছবি “করোনাস্ত্র”। বর্তমান সময়ে বাচ্ছাদের মানসিক অবস্থার উপর করোনার প্রভাব ও সেখান থেকে বেরানোর উপায় নিয়ে একটি মিষ্টি গল্পো এখানে দেখানো হয়েছে।ছবিটির প্রযোজনা আঙ্গুরবালা ফিল্মসের।অভিনয় করেছেন মাঃ অর্জুন, মাঃ সপ্তক,অনুপ পান,বিশেষ চরিত্রে ইন্দ্রানী দত্ত।আবহ সঙ্গীত দিয়েছেন নিলাদ্রি।সম্পাদনায় সায়ন দে।https://youtu.be/l2Hp_mQ5Zq4 Post Views: 318 Share this:TwitterFacebookTelegramWhatsAppLike this:Like Loading...