Close

চিত্র প্রদর্শনী

নিজস্ব প্রতিনিধি:বর্তমান শিল্পী ও কিছু অসামান্য প্রাক্তন শিল্পীদের প্রতিভার মিলনে এক অভূতপূর্ব চিত্র প্রদর্শনী হয়ে গেল সম্প্রতি বিড়লা আর্ট গ্যালারিতে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিখ্যাত শিল্পী সনাতন দিন্দা, ওয়াসিম কাপুর, যোগেন চৌধুরী প্রমুখ। অনুষ্ঠানটি আয়োজিত করেন আশাতীত হালদার।এছাড়াও উপস্থিত ছিলেন প্রায় ৫০ জন নবীন শিল্পী।অনুষ্ঠানের শেষে সেরা শিল্পীদের সম্মান প্রদান করা হয়। চিত্র প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে “চারুলতা “।

Leave a Reply

0 Comments
scroll to top