Close

চলে গেলেন প্রিয় মানুষ, ‘শান্তিতে থেকো’ বলে শোক প্রকাশ শঙ্কর চক্রবর্তীর নিজের সোশ্যাল হ্যান্ডেলেই শোক প্রকাশ করেন শঙ্কর চক্রবর্তী

সৌরভ দত্ত : ​২০২০-তে চলে গেলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির আরও একজন মানুষ। চলে গেলেন পরিচালক জগন্নাথ গুহ। যাঁর মৃত্যুতে শোক প্রকাশ করলেন অভিনেতা শঙ্কর চক্রবর্তী।
নিজের সোশ্যাল হ্যান্ডেলে মঙ্গলবার একটি স্টেটাস শেয়ার করেন শঙ্কর চক্রবর্তী। যেখানে তিনি জানান, তাঁর অভিনীত মেগার প্রথম পরিচালক জগন্নাথ গুহ চলে গেলেন। জগন্নাথ গুহ যেখানেই থাকুন না কেন, তিনি যাতে ভাল থাকেন, সেই প্রার্থনাই করেন শঙ্কর চক্রবর্তী।২০২০ সালে বলিউড থেকে টলিউড, একাধিক তারকা এবং ফিল্ম ইন্ডাস্ট্রির বিভিন্ন গুনীজনের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েন মানুষ। ইরফান খান থেকে ঋষি কাপুর, ওয়াজিদ খান, সৌমিত্র চট্টোপাধ্যায়, মনু মুখোপাধ্যায়, একের পর এক তারকা চলে যান। ফিল্ম দুনিয়ার একের পর এক মানুষের মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়েন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। এবার সেই তালিকায় যোগ হল জগন্নাথ গুহ-র নাম।

Leave a Reply

0 Comments
scroll to top