আনন্দ সংবাদ লাইভ:এই বছরটা বিশ্ব বরেণ্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায় এর জন্ম শতবার্ষিকী।করোনা কালে খুব বড় অনুষ্ঠান করা না করা গেলেও, ব্যাক্তিগত উদ্যোগে বেশ কিছু অন্যরকম উদ্যোগ নজর কেড়েছে। এর মধ্যে পল্লবী সিংহ রায়ের গ্লাস পেন্টিংসে সত্যজিৎ এর অমর সৃষ্টির বেশ কিছু নিদর্শন তুলে দিলেন শিল্পী নিজেই সন্দীপ রায়ের হাতে। শিল্পী পল্লবী তাঁর ছবিতে “রোদ্দুর” নামেই পরিচিতি দেন।ছবি গুলোর মধ্যে পথের পাঁচালী এর অপু-দুর্গার বৃষ্টি ভেজার দৃশ্য, গুপী-বাঘার এক সাথে গান গাওয়ার মুহূর্ত, জয় বাবা ফেলুনাথ এর ভেল্কির খেল দেখানোর বোর্ড এর ডিজাইন, আর অন্যটি সত্যজিতের একটা মুখের প্রতিকৃতি গ্লাসের উপর নানা রঙে ফুটিয়ে তুলেছেন।
এই বিশেষ বছরে এমন উপহার পেয়ে বেশ খুশি স্বয়ং সন্দীপ রায়।তিনি জানালেন,” খুব ভালো লাগলো।গ্লাস পেন্টিংস যে আগে দেখিনি তেমনটা নয়।কিন্তু বাবাকে নিয়ে এমন কাজ এই প্রথম হলো।এই কাজ গুলো একদম অন্যরকমের।বাবাকে নিয়ে এরকম কাজ পল্লবী আগামী দিনেও করুক আমার আগাম শুভেচ্ছা রইল।এরকম কাজ একত্রে এনে প্রদর্শনীও করা যায়।”
পল্লবী পেশাগত ভাবে শিক্ষিকা হলেও গ্লাস পেন্টিংস নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করে চলেছেন।তিনি নিজে বললেন,”আমি খুবই খুশি সন্দীপ বাবু যে ভাবে আমার কাজের তারিফ করলেন।কখনো ভাবিনি এমন একটা প্রাপ্তি জীবনে হবে।আমার ছেলের নাম রোদ্দুর,ওর নামেই আমি ছবিতে ইনিশিয়াল করি।”সত্যজিৎ রায় এর গুণগ্রাহীরা সংগ্রহ করতে পারবেন এই বিশেষ সেটটি শিল্পীর সঙ্গে যোগাযোগ করে।