নিজস্ব প্রতিনিধি : হুগলী জেলার বেতার মোড়ে DMBH গুরুপের উদ্যোগে গোল্ডেন টাচ হেল্থ কেয়ার ইউনিটের উদ্বোধন করলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। জানাগেল এই গুরুপ সত্বর এখানে ১৩০ বেডের সুপার হসপিটাল, ডেন্টাল কলেজ, মেডিসিন কারখানা এবং নার্সিং কলেজ করতে চলেছে। ইতিমধ্যে এই গুরুপের উদ্যোগে বি, ফার্ম, ডি ফার্ম কলেজ চলছে। সত্বর C.B.S.C. স্কুলও এখানে প্রতিষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানের মূল উদ্যোগপতি চেয়ারম্যান হাজিমহাম্মদ আলী বলেন কর্ম সংস্থান ও স্বাস্থ্য পরিষেবার উন্নয়নের জন্য আমরা নানা রকম স্বাস্থ্য প্রকল্প গ্রহণ করেছি। বিধায়ক অসীমা পাত্র বলেন গোল্ডেন টাচের স্বাস্থ্য প্রকল্পের সাফল্য কামনা করছি।
এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাজী কামরুল হুদা, পীরজাদা ত্বহা সিদ্দিকী, মৌসুমী সাতরা, জবা মির্দা এবং প্রতিষ্ঠানের জেনারেল ম্যানেজার সুপ্ত মজুমদার প্রমুখ। এতবড় কর্মকান্ডের ব্যবস্থাপনায় ছিলেন গুরুপের সেক্রেটারী ওয়াসিম আখতার মন্ডল, সুরজিৎ চক্রবর্তী, মিন্টু চ্যাটার্জী, পারভীন সুলতানা প্রমুখ।