Close

“গহীন সুরে” , The Musical Saga of Tagore নামাঙ্কিত মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক:ZiTA নিবেদিত “গহীন সুরে” , The Musical Saga of Tagore নামাঙ্কিত মনোজ্ঞ সঙ্গীতানুষ্ঠান হয়ে গেল জি. ডি. বিড়লা সভাঘর প্রেক্ষাগৃহে।সংগীতস্রষ্টাদের একদম ওপরের সারিতে যাঁর নাম, তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর । ধ্রুপদী সঙ্গীতের বিভিন্ন ধারা সহ সব ধরনের সঙ্গীতে তাঁর অবাধ বিচরণ । এই অনুষ্ঠানের মুলকেন্দ্রবিন্দু হলো রবীন্দ্রগানে প্রাচ্য ও পাশ্চাত্য ধ্রুপদী সঙ্গীতের প্রভাব।আমাদের জীবনে রবীন্দ্রনাথ-এর সৃষ্টির অসীম প্রভাবকে এই অনুষ্ঠানে সঙ্গীতের মাধ্যমে তুলে ধরলেন তিন সঙ্গীতশিল্পী। সঙ্গীত পরিবেশনায় ছিলেন শ্রাবণী সেন, প্রবুদ্ধ রাহা, পৌলমী মজুমদার।পিয়ানোতে ছিলেন সৌমিত্র সেনগুপ্ত।তবলায় জয় নন্দী,কি-বোর্ডে সুরজিৎ দাস,সরোদে কৌশিক মুখোপাধ্যায়,এসরাজে দেবায়ন মজুমদার।

Leave a Reply

0 Comments
scroll to top