Close

গরিফা নাট্যায়নের নাটক “আলোর দিশা”তে সম্প্রীতির বার্তা

✍️কেকা আইচ

সম্প্রতি গরিফা নাট্যায়নের রজত জয়ন্তী বর্ষের নাট্য উৎসবে অনুষ্ঠিত হয় গরিফা নাট্যায়নের নাটক “আলোর দিশা”। রচনা ও নির্দেশনা – দেব কুমার দাস।
নাটকটি একটি সত্য ঘটনা অবলম্বনে রচিত। ঘটনাটি এক সময় একটি নামী দৈনিক পত্রিকায় প্রকাশিত হয়। করোনা কালিন সময়ে ভয়াবহ রোগ যন্ত্রনায় মানুষ যখন ভীত – সন্ত্রস্ত, যখন সমাজের সর্ব স্তরের মানুষ,বিভিন্ন সংগঠন ও সরকারের তরফে যথা সাধ্য মানুষকে সুস্থ করার চেষ্টা করছেন ঠিক সেই সময়ে দাঁড়িয়ে কিছু মানুষ মিথ্যে ধর্মের গোড়ামীকে ধরে বসে ছিলো।মিথ্যে জাত – পাতের ভয়ে পরিসেবা নিতেও ভীত হয়ে পড়েছিলো। কিন্তু জাত পাতের গোড়ামী যে মানুষের জীবনে কোন প্রভাব ফেলেনা তা রোহিত ঘোষ বুঝতে পারেন জীবনের শেষ প্রান্তে এসে। রোহিত ঘোষ মারা যাবার পর পাড়ার প্রতিবেশি,বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন কেউই এগিয়ে আসেনা তার মৃতদেহ সৎকার করতে।তখন রেজাউল,সইদুল মুসলমান হয়েও রোহিত ঘোষের দেহ হিন্দু মতে সৎকার করে। এখানেই সামাজিক সম্প্রিতি তুলে ধরা হয়েছে। বিভিন্নজন চরিত্রকে বাস্তব রূপ দিয়েছে বিভিন্ন অভিনেতা-অভিনেত্রীরা।রোহিত ঘোষের চরিত্রে (দেব কুমার দাস),কল্যানী চরিত্রে (শিপ্রা ঘোষ), রেজাউল চরিত্রে (প্রবীর দাস),দ্বীপ শিখার চরিত্রে (স্বপ্না চক্রবর্ত্তী), সওকত চরিত্রে (সুধীর ভুইমালী), মোহিত চরিত্রে (রঞ্জিত কুমার সাহা)ভালো অভিনয় করেছেন। এছাড়াও যারা অভিনয় করেছেন তাদের মধ্যে অন্যতম প্রীতম দেবনাথ, রাজু চক্রবর্ত্তী, রমেশ অধিকারী ও সুকদেব চক্রবর্ত্তী। মঞ্চ সজ্জা,আবহ প্রক্ষেপন ও আলো খুবই ভালো হয়েছে।

Leave a Reply

0 Comments
scroll to top