Close

খাঁড়াপাড়া উচ্চ বিদ্যালয়ে শিক্ষক দিবস

নিজস্ব প্রতিনিধি:পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি,মথুরাপুর-2 ব্লক শাখার উদ্যোগে রায়দিঘি থানার খাঁড়াপাড়া উচ্চ বিদ্যালয়ে ৫ সেপ্টেম্বর “শিক্ষক দিবস” উদযাপিত হয়ে গেল।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির মথুরাপুর-২ ব্লক শাখার সভাপতি মাননীয় নারায়ণ বৈদ্য মহাশয়।উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক মাননীয় ডাঃ অলক জলদাতা,সমিতির দক্ষিণ ২৪ পরগণা জেলার সাধারণ সম্পাদক প্রীতম কুমার হালদার,সুন্দরবন সাংগাঠনিক জেলার তৃণমূলের যুব সভাপতি মাননীয় বাপী হালদার,সমিতির ডায়মন্ড হারবার মহকুমার সাধারণ সম্পাদক মাননীয় দেবাশীষ মাইতি ও সম্পাদক সুদীপ হালদার মহাশয়,সমিতির জয়নগর-১ ব্লকের সভাপতি বিপ্লব পুরকায়স্থ ,ঐ ব্লকের সমিতির সহ সভাপতি স্বরূপ রায় , সাধারণ সম্পাদক দেবাশীষ ঘোষ ,মথুরাপুর-২ পঞ্চায়েত সমিতির সহসভাপতি জয়ভূষণ ভান্ডারী ও শিক্ষার কর্মাধ্যক্ষ ভোলানাথ প্রামাণিক,খাঁড়াপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন সেন ,কাশীনগর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তুষারকান্তি হালদার,জয়কৃষ্ণপুর এ.এন বিদ্যপীঠের প্রধান শিক্ষক সত্যেন্দ্রনাথ নাইয়া , দেলওয়ার হোসেন বিদ্যাপীঠের প্রধান শিক্ষক বাসুদেব খাটুয়া এবং ঐ ব্লক ও অন্যান্য ব্লকের প্রায় দুই শতাধিক সহকারী শিক্ষক ,শিক্ষিকা ও শিক্ষাকর্মীবৃন্দ।

Leave a Reply

0 Comments
scroll to top