সেখ সিরাজ: বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ৭ সেপ্টেম্বর রবিবার ‘খবরের স্পন্দন’ পত্রিকার উদ্যোগে ও হিরণ্যবাটি গ্রামীন শিল্প নিকেতন এবং আওয়ার অবলম্বনের ব্যবস্থাপনায় সোমসপুর পীরতলায় রওশন আলী মল্লিক মেমোরিয়াল জুনিয়ার হাই মাদ্রাসা প্রাঙ্গণে স্বাস্থ্য শিবির ও আই ক্যাম্প হয়ে গেল। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় বিধায়ক অসীমা পাত্র,স্বাগত ভাষণ দেন ‘খবরের স্পন্দন’ পত্রিকার সম্পাদক নৌশাদ মল্লিক।
স্বাস্থ্য ও চক্ষু শিবিরে প্রায় দুই শতাধিক গরিব অসহায় মানুষ চিকিৎসা করান। অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় হার্ট রোগের প্রখ্যাত চিকিৎসক ডাক্তার নারায়ণ ভট্টাচার্য, ডাক্তার এস কে মোল্লা, ডাক্তার পলাশ দাশ, ডাক্তার অর্ঘ্য বিশ্বাস, ডাক্তার সুমন পাল চৌধুরী, বিশিষ্ট সমাজসেবী শান্তিময় দে, শিবদাস চক্রবর্তী, শেখ জসিম উদ্দিন মন্ডল, আসফার হোসেন, কবি সুলেখা চৌধুরী, বিশ্বনাথ ধাড়া প্রমূখ। কবিতা পাঠ করেন শেখ সিরাজ। সমগ্র অনুষ্ঠানটি সূচারু ভাবে সঞ্চালন করেন পান্থ মল্লিক।
