Close

ক্যামেলিয়া বুটিক ও ঝর্ণাস ক্রিয়েশনের পুজোর ফ্যাশন

আনন্দ সংবাদ লাইভ:আসছে পুজো।আর পুজো মানেই নতুন পোশাক আর গহনা।সেই উপলক্ষ্যে ক্যামেলিয়া বুটিক ও ঝর্ণাস ক্রিয়েশন নিয়ে এল পুজোর ফ্যাশন।অনলাইন ডিজিটাল অংশিদার ডিডি হিন্দুস্থানের সহযোগিতায় ও ইনার আই এর জনসংযোগে আয়োজিত হল এই উপস্থাপনা।চিত্র সৌজন্যে ছিলেন স্বপন ও নীলাঞ্জনা।মেকাপ রঞ্জন, হেয়ার পিঙ্কি।পেশাদার মডেল হিসাবে ছিলেন অর্পিতা পাল, অর্পিতা চ্যাটার্জ্জী, প্রিয়াঙ্কা, চয়ন।নবাগত মডেল হিসাবে ছিলেন সিন্থিয়া, লাবনী, সঞ্চিতা, স্বস্তিকা, ঈশিকা, মণিকা, সঞ্জনা ও রাজ।এছাড়াও ছিলেন রূপান্তরকামী আইনজীবি মেঘ সায়ন্তনী ও কোরোনা যোদ্ধা রেশমা।
বুটিকের এই পুজোর ফ্যাশন নিয়ে কর্ণধার ঝর্ণা জানালেন “এতদিন এই কোরোনা আবহে বাড়িতে বসে থেকে যখন সময় কাটতে চাইছিল না তখন নতুন নতুন ডিজাইন নিয়ে অনেক পরীক্ষা করেছি।চিকন ও জারদৌসী কাজের উপরও জোর দিয়েছিলাম।সবটাই পুজোর কথা মাথায় রেখে।সাধারন শাড়িকেও কিভাবে সুন্দর করে তোলা যায় বা বাঙালীর চিরাচরিত শাড়িকে নতুনভাবে কিভাবে ডিজাইন করা যায় তা ভেবছি।আজ সত্যি ভালো লাগছে এইভাবে সবাইকে সাজিয়ে তুলতে পেরে।সকলের সহযোগিতায় এটা সম্ভব হল।এটা আরও ভালো কাজ ডিজাইন সৃষ্টি করতে, সবাইকে সাজিয়ে তুলতে আমাকে উৎসাহিত করবে”।এই বুটিকে বাঙালীর চিরাচরিত শাড়ি ছাড়াও পাওয়া যাবে এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ির কালেকশন, কুর্তি, স্কার্ট, চিকন, জারদৌসি, পাঞ্জাবী, টি শার্টের কালেকশন। :আসছে পুজো।আর পুজো মানেই নতুন পোশাক আর গহনা।সেই উপলক্ষ্যে ক্যামেলিয়া বুটিক ও ঝর্ণাস ক্রিয়েশন নিয়ে এল পুজোর ফ্যাশন।অনলাইন ডিজিটাল অংশিদার ডিডি হিন্দুস্থানের সহযোগিতায় ও ইনার আই এর জনসংযোগে আয়োজিত হল এই উপস্থাপনা।চিত্র সৌজন্যে ছিলেন স্বপন ও নীলাঞ্জনা।মেকাপ রঞ্জন, হেয়ার পিঙ্কি।পেশাদার মডেল হিসাবে ছিলেন অর্পিতা পাল, অর্পিতা চ্যাটার্জ্জী, প্রিয়াঙ্কা, চয়ন।নবাগত মডেল হিসাবে ছিলেন সিন্থিয়া, লাবনী, সঞ্চিতা, স্বস্তিকা, ঈশিকা, মণিকা, সঞ্জনা ও রাজ।এছাড়াও ছিলেন রূপান্তরকামী আইনজীবি মেঘ সায়ন্তনী ও কোরোনা যোদ্ধা রেশমা।
বুটিকের এই পুজোর ফ্যাশন নিয়ে কর্ণধার ঝর্ণা জানালেন “এতদিন এই কোরোনা আবহে বাড়িতে বসে থেকে যখন সময় কাটতে চাইছিল না তখন নতুন নতুন ডিজাইন নিয়ে অনেক পরীক্ষা করেছি।চিকন ও জারদৌসী কাজের উপরও জোর দিয়েছিলাম।সবটাই পুজোর কথা মাথায় রেখে।সাধারন শাড়িকেও কিভাবে সুন্দর করে তোলা যায় বা বাঙালীর চিরাচরিত শাড়িকে নতুনভাবে কিভাবে ডিজাইন করা যায় তা ভেবছি।আজ সত্যি ভালো লাগছে এইভাবে সবাইকে সাজিয়ে তুলতে পেরে।সকলের সহযোগিতায় এটা সম্ভব হল।এটা আরও ভালো কাজ ডিজাইন সৃষ্টি করতে, সবাইকে সাজিয়ে তুলতে আমাকে উৎসাহিত করবে”।এই বুটিকে বাঙালীর চিরাচরিত শাড়ি ছাড়াও পাওয়া যাবে এক্সক্লুসিভ ডিজাইনার শাড়ির কালেকশন, কুর্তি, স্কার্ট, চিকন, জারদৌসি, পাঞ্জাবী, টি শার্টের কালেকশন।

Leave a Reply

0 Comments
%d bloggers like this:
scroll to top