Close

কিশোর কুমারের ৯২ তম জন্মদিন পালন

নিজস্ব প্রতিনিধি:প্রবাদ প্রতিম সংগীত শিল্পী কিশোর কুমারের ৯২ তম জন্মদিন ধূমধাম করে পালন করল সালকিয়া কিশোর কুমার মেমোরিয়াল কালচারাল অ্যাসোসিয়েশন। গতকাল অর্থাৎ ৩ রা আগস্ট ভয়েস অফ ওয়ার্ল্ড এর দৃষ্টি হীন আবাসিকদের সাথে কিশোর কুমারের জন্মদিন পালন করে, ওখানে আবাসিকদের সাথে কেক কাটা, গান গাওয়া এবং দৃষ্টি হীন আবাসিক দের মধ্যেও প্রতিভার খোঁজ করা হয়।আজ ৪ ঠা আগস্ট খুব ধুমধাম করে সালকিয়া কিশোর কুমার মেমোরিয়াল কালচারাল অ্যাসোসিয়েশন কিশোর কুমারের জন্মদিন পালন করেন।বাড়তি পাওনা হয় দুই কেন্দ্রের বিধায়কদের উপস্থিতি।উত্তর হাওড়া কেন্দ্রের বিধায়ক গৌতম চৌধুরী এবং বালি কেন্দ্রের বিধায়ক ডঃ রানা চট্টোপাধ্যায় দুজনের কণ্ঠে শোনা যায় কিশোর কুমারের গান। দুজনের যুগলবন্দী অপূর্ব মেলবন্ধন সৃষ্টি করে। সম্পাদক সুব্রত সিনহা জানান প্রতি বছরের মতো এবছরও কোভিড বিধি মেনে তারা এই অনুষ্ঠানটি করছেন এবং এই দুই বিধায়কের গান তাঁদের কাছে বড়ো অনুপ্রেরণা। কিশোর কুমারকে ভারত রত্ন দেওয়া হোক এটাই ওনাদের দাবী. এবং এই দাবী চলতে থাকবে।

Leave a Reply

0 Comments
scroll to top