কেকা মিত্র:কলকাতা প্রেক্ষাপট নাট্যদল বাটা নগর স্পোর্টস ক্লাবে র মঞ্চে আয়োজন করেছিল দু দিনের নাট্যমেলা ২০২০। পশ্চিমবঙ্গ নাট্য একাডেমির আর্থিক সহায়তা য় এই নাট্য উৎসব অনুষ্ঠিত হলো।প্রথম দিন সন্ধ্যায় এই নাট্য উৎসবের শুভ সূচনা করেন বালিগঞ্জ ব্রাত্যাজন এর কর্ণধার বিজয় মুখোপাধ্যায় ও রামপুর পদধ্বনি নাট্য দলের পরিচালক রবিন চক্রবর্তী।মঞ্চে উপস্থিত ছিলেন কলকাতা প্রেক্ষাপট এর কর্ণধার অভিজিৎ গাঙ্গুলী। কলকাতা প্রেক্ষাপটে র তরফ থেকে ৫০ বছরের নাট্য জীবনের জন্য প্রবীণ নাট্য নির্দেশক সমীরণ ঘোষ কে সংবর্ধনা দেওয়া হয়।তার হাতে মানপত্র এবং শাল দিয়ে বরণ করেন কলকাতা প্রেক্ষাপট নাট্য দলের কর্ণধার অভিজিৎ গাঙ্গুলী। তারপর মঞ্চস্থ হয় বালিগঞ্জ ব্রাত্যাজন এর নতুন পূর্ণাঙ্গ নাটক “অপত্য”। নাটক অনির্বান সেন। সম্পাদনা ও নির্দেশনা প্রেমাংশু রায়।
দ্বিতীয় দিন সন্ধ্যায় প্রথম নাটক মঞ্চস্থ হয় শ্রীনগর হাবরা নাট্য মিলন গোষ্ঠী র নাটক “জন্মদিনে”, রচনা ও নির্দেশনা দিলীপ ঘোষ। এই এক ঘন্টার নাটকে চমৎকার অভিনয় করেন দিলীপ ঘোষ, রত্না দে পোদ্দার, মাধুরী ঘোষ, দিপাঞ্জনা ঘোষ ও আশিস কুমার ঘোষ।পরের নাটক টি হয় আগরপাড়া থিয়েটার পয়েন্ট এর নাটক “মুঠোয় পৃথিবী”, রচনা শান্তনু মজুমদার। নির্দেশনা জয়দীপ ভৌমিক। মোবাইল গেমে সাইবার ক্রাইম নিয়ে এই এক ঘন্টার নাটকটি সকল নাট্য মোদি দর্শকদের নজর কারে।এই নাটকে ভালো অভিনয় করেছেন শৈবাল ভট্টাচার্য, চৈতালি চ্যাটার্জী, পলাশ পাল, মৌমিতা বসু মৈত্র ও অরিন্দম মৈত্র। সব শেষে মঞ্চস্থ হয় কলকাতা প্রেক্ষাপট নাট্য দলের নাটক ” অন্য উপেন”। রচনা হর্ষ বর্ধন চৌধুরী। নির্দেশনা অভিজিৎ গাঙ্গুলী।রবীন্দ্রনাথ ঠাকুরের “দুই বিঘা জমি” কবিতা অবলম্বনে এক ঘন্টার এই নাটকে অভিনয় সকলের নজর করেছেন সুজয় মজুমদার, বরুণ পাটোয়ারী, রুমা পাটোয়ারী, ঋতু কর্মকার, তৃষা ঘোষ, স্নেহময় চৌধুরী,সুদীপ চক্রবর্তী, রাহুল মন্ডল, কার্তিক মন্ডল, সৌম্যদীপ হালদার, কল্যাণ সাহা, শর্মিষ্ঠা মজুমদার, মৈনাক চক্রবর্তী ও মৈত্রেয়ী আনসারী। সব মিলিয়ে সাড়ম্বরে উদযাপিত হলো কলকাতা প্রেক্ষাপটের নাট্যমেলা ২০২০।