Close

ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার ‘বিয়ে ডট কম’-এর

নিজস্ব প্রতিনিধি:সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহর রোমান্টিক কমেডি ‘বিয়ে ডট কম’ ২২ নভেম্বর রবিবার বিকেল তিনটেতে জি বাংলা টেলিভিশন চ্যানেলে ওয়ার্ল্ড টেলিভিশন প্রিমিয়ার হতে চলেছে।

সুদেষ্ণা রায় এবং অভিজিত গুহ জুটির সঙ্গে প্রথমবার কাজ করছেন বনি-কৌশানি জুটি। বনি-কৌশানি ছাড়াও ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় রয়েছেন পায়েল সরকার।আছেন টেলিভিশনের জনপ্রিয় মুখ জয়ী দেব রায়। ম্যাট্রিমোনিয়াল সাইট এবং তাতে সম্বন্ধ করার সুবিধা-অসুবিধা নিয়ে তৈরি এই ছবি।

ছবিতে বনির চরিত্রের নাম অয়ন এবং কৌশানির নাম শ্রেয়া। অয়ন আইটি সেক্টরে চাকরি করেন। ম্যাট্রিমোনিয়াল সাইট বিয়ে ডট কম-এ অয়নের প্রোফাইল দেখে শ্রেয়ার মা, মেয়েকে অয়নের সঙ্গে আলাপ করতে বলেন। ফোনে তাঁদের আলাপ হয় এবং সম্পর্ক নিবিড় হতে থাকে। সামনা-সামনি দেখা হলেই বাধে বিপত্তি। সামনে চলে আসে অনেক গোপন তথ্য। অনলাইন দুনিয়া এবং বাস্তব পৃথিবীর তফাৎটা দেখানো হয়েছে এই ছবিতে।

‘বিয়ে ডট কম’ বনি-কৌশানি জুটির সাত নম্বর ছবি। ‘পারবো না আমি ছাড়তে তোকে’ দিয়ে টলিউডে পা রেখেছিলেন কৌশানি। বনির বিপরীতেই প্রথম ছবিতে অভিনয় করেছিলেন কৌশানি।

এই জুটির ‘বিয়ে ডট কম’ দর্শকদের ভালো লাগবে আশা করা যায়।

Leave a Reply

0 Comments
scroll to top