কেকা মিত্র:কানেকশান অর্থাৎ যোগাযোগ বা সংযোগ যেখানে মিশে আছে এক ভালোবাসা। সেই ভালোবাসা কি সত্যি ছিলো না ছিলো না তাই নিয়ে ৪৫ মিনিটের শর্ট ফিল্ম কানেকশান ৯৯। সম্প্রতি দক্ষিণ কলকাতার একটি কফি শপে দেখানো হলো এই শর্ট ফিল্ম টি। এই গল্পের ভাবনা শুভম তালুকদার। কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা অভিজ্ঞান মুখোপাধ্যায়। চিত্রগ্রহণ ও সঙ্গীত
করেছেন প্রমিত গাঙ্গুলী। প্রযোজনা এস ডি প্রোডাকশন।
কানেকশান ৯৯ এই গল্প টি ভালোবাসা আবার না ভালোবাসার গল্প। এই ছবিতে প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন (অরন্য) অভিজ্ঞান মুখোপাধ্যায় ও (লতিকা) শ্রীজিতা চক্রবর্তী ও
সুপ্রিতা দাসগুপ্ত। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন (প্রিয়) সম্রাজ্ঞী সাহা, ( ডাক্তার লাল্টু) দেব দত্ত ঘোষ, (ইন্দ্রজিৎ) রাহুল বেরা।
এই ছবির শুটিং হয়েছে শ্রীরামপুর ও কলকাতায়। এই ছবিটি আগামী ২৭ এ ডিসেম্বর মঙ্গলবার ওয়েব প্ল্যাটফর্ম সিরিজ নাও তে মুক্তি পাবে। এক সাংবাদিক সন্মেলনে এই কথা জানালেন “কানেকশান ৯৯” এর পরিচালক ও অভিনেতা অভিজ্ঞান মুখোপাধ্যায়। এইদিন ছবির সকল কলাকুশলীরা উপস্থিত ছিলেন।