নিজস্ব প্রতিনিধি:চিত্র পরিচালক অভিজিৎ মুখোপাধ্যায়ের পরপর তিনটি ছবি বক্স অফিসে ব্যর্থতার সম্মখুীন হওয়ার পর তিনি অগ্রসর হন তার নতুন ছবি পরিচালনায়, সিদ্ধার্থ বন্দোপাধ্যায় রচিত উপন্যাস ‘একটি অসমাপ্ত গল্প’ অবলম্বনে | তিনি অঞ্জন নামক এক কার্যনির্বাহী প্রযোজকের সান্নিধ্যে আসেন গল্পটি সম্মন্ধে তার মতামত শোনার জন্য| অঞ্জন বাবুর কিছু দ্বিধা থেকে যায় ছবিটি নিয়ে | দর্শক কি এমন একজন পরি চালককের কাছ থেকে একটি নিছক প্রেমের গল্প গ্রহণ করবে যে আজ পর্যন্ত শুধুই রহস্য রোমাঞ্চকর গল্প পরিচালনা করেছেন? অভিজিৎ বাবু গল্পটি বলতে শুরু করেন এবং গল্প যত এগোতে থাকে আমরা দেখতে পাই প্রযোজক আশ্চর্য হয়ে ওঠেন দেখে যে এই গল্পের কোনো শেষ নেই! পরিচালক সেই অসমাপ্ত গল্প শুনিয়ে প্রযোজকের কাছে অনুরোধ করেন যাতে তিনি লেখক কে খুজেঁ বের করে এই গল্পটি শেষ করার ব্যবস্থা করেন| গল্পটির লেখক কে ? গল্পটি কি তার আত্মকথা? গল্পের শেষ কী হতে চলেছে ? পরিচালক কি শেষমেষ ছবিটি বানিয়ে উঠতে পারবেন ? জীবন মাঝে মধ্যে আঁকাবাঁকা পথ ধরে আমাদের কিছু দুর্বোধ্য চৌরাস্তার মোড়ে এনে দাঁড় করায়|এটিই সিনেমার প্রেক্ষাপট |গল্পটি লেখকের কিছু গুরুত্বপূর্ণ ভাবনাকে তুলে ধরে | লেখক বলেন, “আমাদের দৈনন্দিন জীবনে আমরা মাঝে মধ্যে বিশেষ কোনো ব্যক্তি কে খুজেঁ পাই| এমন একজন যার সাথে বাকিদের তুলনা হয় না| কিছু ব্যবধান থেকে যায় যা কখনও পূরণ হয়না| সেগুলো থেকে যাবে আমার মধ্যে | কিছু গল্প রয়ে যায় যার কোনো শেষ নেই| কিছু গল্প সর্বদাই আগামীর দিকে ধাবন করে | তাহলে এখন থেকেই শুরু করা যাক এই গল্প| তাহলে আজ ‘এভাবেই গল্প হোক ’…”রোহন সেন পরিচালিত দাদাসাহেব ফালকে পুরস্কার জয়ী ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আনন্দ এস. চৌধুরী এবং বিবৃতি চট্টোপাধ্যায়। অভিনয় করেছেন শান্তি লাল মুখোপাধ্যায়, জয় সেনগুপ্ত,শাস্বতী গুহঠাকুরতা, এবং প্রয়াত মৃনাল মুখোপাধ্যায়,আত্রেয়ী বোস, সুজাতা ঘোষ,ইনা বাগচী রূপাঞ্জনা মিত্র|ছবির কাহিনি,চিত্রনাট্য ও সংলাপ রোহন সেন ও অর্পণ দেব-এর।সংগীত পরিচালনা করেছেন রাজদীপ গাঙ্গুলি।গান গেয়েছেন রূপঙ্কর বাগচী, অমৃতা দে এবং কিঞ্জল চট্টোপাধ্যায়।গান লিখেছেন রাজ সেন।চিত্রগ্রহনে অনুভব চট্টোপাধ্যায় ও রিপন হোসেন।২৮ মে শুত্রুবার ‘ক্লিক’ ডিলিটাল প্লাটফর্মে দাদাসাহেব ফালকে বিজয়ী ছবি ‘এভাবেই গল্প হোক’ প্রিমিয়ার হতে চলেছে।