✍️By Ramiz Ali Ahmed
মিরাজ মুভিজ নিবেদিত গৌতম মুখোপাধ্যায় এবং সন্দীপ চৌধুরী প্রযোজিত সন্দীপ চৌধুরীর পরিচালনায় বাংলা ছবি ‘এরাও শত্রু’ মুক্তি পেল।
‘এরাও শত্রু’র কাহিনি ও চিত্রনাট্যও পরিচালক সন্দীপ চৌধুরীর।
ছবির কাহিনি এক সৎ পুলিশ অফিসার শুভঙ্করকে নিয়ে।যিনি সর্বদা সাধারণ মানুষের জন্য লড়াই করেন।তিনি দুষ্কৃতীদের এবং অসৎ মন্ত্রীদের কাছে ত্রাস হয়ে ওঠেন।
এহেন পুলিশ অফিসারকে সরিয়ে দ্বায়িত্ব দেওয়া হয় রানা নামের এক পুলিশ অফিসারের যার কাছে পুলিশ পোশাকের কোনো মূল্যই নেই।এদিকে রানা আবার প্রেমে পড়লেন শুভঙ্করের বোন জ্যোতির।তারপর কি হয় তা জানতে দেখতে হবে ‘এরাও শত্রু’।
ছবিতে অভিনয় করেছেন জিতু কামাল,বিদিশা চৌধুরী, জয় ভট্টাচার্য, রাজেশ শর্মা,গৌতম মুখোপাধ্যায়,অরিজিৎ দত্ত,রাজু থাক্কার, অপ্রতিম চট্টোপাধ্যায়, চুমকি চৌধুরী(অতিথি শিল্পী),অমর রায় প্রমুখ।
ছবিতে মোট চারটি গান আছে।গানের কথা লিখেছেন রিয়া চক্রবর্তী, সন্দীপ চৌধুরী, শুভঙ্কর চক্রবর্তী,শৈলিক বন্দ্যোপাধ্যায়।
সঙ্গীত ও আবহ সঙ্গীত পরিচালনা করেছেন পীযুষ চক্রবর্তী।গান গেয়েছেন জয় ভট্টাচার্য, শুভশ্রী দেবনাথ, প্রতীক ঘোষ,তৃষা পাড়ুই,শত্রুজিত দাসগুপ্ত ও পৌলমি চট্টোপাধ্যায়।
ছবির প্রিমিয়ার হয়ে গেল বিজলী প্রেক্ষাগৃহে।প্রিমিয়ারের বিভিন্ন মুহূর্ত রইলো আপনাদের জন্য